দিল্লির রাজনৈতিক স্থবিরতা কাটাতে আজ সবার চোখ আম আদমি পার্টির বৈঠকের দিকে

দিল্লির শাসনভার হাতে তুলে নেওয়ার জন্য চাপ বাড়ছে আম আদমি পার্টির। আজ ``আপ``-এর অন্তর্বতী বৈঠকের উপর দৃষ্টি সারা দেশেরই। ইতিমধ্যেই কংগ্রেস অরবিন্দ কেজরিওয়ালের দলকে সমর্থনের প্রস্তাব দিয়ে দিয়েছে। উত্তর দিয়েছে ``আপ``-এর ১৮টি প্রশ্নের চিঠিরও। রাজনিতীবিদদের মতে বল এখন আপ-এর কোর্টে। রাজধানীর রাজনৈতিক স্থবিরতা কাটবে নাকি জারি হবে রাষ্ট্রপতি শাসন, তার উত্তর মিলতে পারে আজই।

Updated By: Dec 17, 2013, 08:59 AM IST

দিল্লির শাসনভার হাতে তুলে নেওয়ার জন্য চাপ বাড়ছে আম আদমি পার্টির। আজ ``আপ``-এর অন্তর্বতী বৈঠকের উপর দৃষ্টি সারা দেশেরই। ইতিমধ্যেই কংগ্রেস অরবিন্দ কেজরিওয়ালের দলকে সমর্থনের প্রস্তাব দিয়ে দিয়েছে। উত্তর দিয়েছে ``আপ``-এর ১৮টি প্রশ্নের চিঠিরও। রাজনিতীবিদদের মতে বল এখন আপ-এর কোর্টে। রাজধানীর রাজনৈতিক স্থবিরতা কাটবে নাকি জারি হবে রাষ্ট্রপতি শাসন, তার উত্তর মিলতে পারে আজই।

আপ-নেতা যোগেন্দ্র যাদব সোমবার জানিয়েছেন ``কংগ্রেস আমাদের ১৮টি পয়েন্ট বিশিষ্ট চিঠির উত্তর দিয়েছে। তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। মঙ্গলবার আমাদের রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক আছে। সেখানেই অন্তিম সিদ্ধান্ত নেওয়া হবে।``

আপ-এর পাঠানো চিঠির উত্তরে কংগ্রেস জানিয়েছে তাদের ১৮টি দাবির মধ্যেই ১৬টিই প্রশাসনিক। সরকার গঠিত হওয়ার পর সেগুলির রূপায়ণে কোনও অসুবিধা হবে না। বাকি দুই দাবির মধ্যে একটি জনলোকপাল বিলের রূপায়ণ ও দিল্লির জন্য পূর্ণ রাজ্যের মর্যাদার প্রশ্নে কংগ্রেস জানিয়েছে এই দুটি দাবি কংগ্রেস সমর্থন করে। কিন্তু এই দাবি গুলি রাজ্য সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে না।

কংগ্রেসের জেনেরাল সেক্রেটারি শাকিল আহমেদ চিঠিতে জানিয়েছেন আপ নিঃশর্ত সমর্থনের কথা চিঠিতে বারবার উল্লেখ করলেও কংগ্রেস কখনই তা বলেনি। তিনি জানিয়েছেন ``কংগ্রেস দিল্লির লেফট্যান্যান্ট জেনেরালের কাছে আপ-কে বিধানিক সমর্থনের কথা জানিয়ে এসেছে। আমরা বাইরে থেকে আপকে সমর্থন করব। যার অর্থ আমরা সরকারের অংশ হব না।``

কংগ্রেসের চিঠির পর আপ-সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে আর এক আপ-নেতা মণীষ সিসোধিয়া জানিয়েছেন ``আমরা সরকার তৈরি করতে চাই। কিন্তু অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে কোনও রুদ্ধাদ্বার বৈঠক আমরা করব না।``

.