দিল্লিতে মাজারের রং গেরুয়া-সাদা করে মন্দিরে পরিণত করার অভিযোগ

দিল্লির একটি স্থাপত্যে রং করা নিয়ে বিতর্ক। 

Updated By: May 5, 2018, 06:41 PM IST
দিল্লিতে মাজারের রং গেরুয়া-সাদা করে মন্দিরে পরিণত করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদন: মাজারকে মন্দির বানানোর অভিযোহ উঠল দিল্লিতে। বাইরে রং করার পাশাপাশি ভিতরে বিগ্রহ প্রতিষ্ঠাও করা হয়েছে বলে অভিযোগ। দিল্লির সফদারজং এনক্লেভের হুমায়ুনপুর গ্রামের বাসিন্দাদের দাবি, ছোট থেকে স্থাপত্যটিকে মন্দির হিসেবে জেনে এসেছেন তাঁরা। জানাজানি হওয়ার পর এই ঘটনার রিপোর্ট চেয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়া।    

কয়েক বছর ধরেই পাঁচশো বছরের প্রাচীন নির্মাণে পূজার্চনা করেন স্থানীয় বাসিন্দারা। মার্চে তাতে গেরুয়া ও সাদা রঙের পোচ পড়ে। Indian National Trust for Art and Cultural Heritage জানিয়েছে, ১৯২৯-৩০ সালের নথিতে উল্লেখ রয়েছে স্থাপত্যটি পাঁচশো বছরের প্রাচীন মাজার। 

জি মিডিয়ার সংবাদপত্র ডিএনএ-র প্রতিবেদন অনুসারে, প্রেম ফোগত নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ১৯৩৭ সাল থেকে এই মন্দিরে পুজো দেন স্থানীয়রা। তার ভিতরে একটি শিবলিঙ্গও রয়েছে। এত বছর পরে কেন বিষয়টি নিয়ে সাম্প্রদায়িক  রাজনীতি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আর এক বাসিন্দা রাকেশ গুরসে।

আরও পড়ুন- জিন্নাহর ছবি বিতর্কে অনড় আলিগড়, পাশে জেএনইউ, জামিয়া, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

.