Dev at ED Office: দিল্লিতে আটঘণ্টা ম্যারাথন জেরা ইডির, হাসিমুখে কলকাতার পথে দেব...

Dev: ২১ ফেব্রুয়ারি দিল্লিতে ইডির তলব দেবকে। এর আগেও ২০২২ সালে দু’‌বার তাঁকে তলব করা হয়েছিল। তার মধ্যে প্রথমবার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল সাংসদ–অভিনেতাকে। এবার প্রায় আটঘণ্টা তাঁকে জেরা করে ইডি। 

Updated By: Feb 21, 2024, 08:08 PM IST
Dev at ED Office: দিল্লিতে আটঘণ্টা ম্যারাথন জেরা ইডির, হাসিমুখে কলকাতার পথে দেব...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ ৮ ঘণ্টার জেরার পড়ে সন্ধেবেলা ইডি দফতর থেকে বেরোলেন দেব। বুধবার গরুপাচার মামলায় ইডি তলব করা হয়েছিল দেবকে। শ্যুটিং বাতিল করে দিল্লিতে হাজির হন অভিনেতা-সাংসদ দেব (Dev)। এক সপ্তাহ আগেই চিঠি দিয়ে ২১ ফেব্রুয়ারি দিল্লিতে ডাকে ইডি(ED)। সমস্ত নথি নিয়ে দিল্লিতে তাঁকে হাজিরা দিতে বলা হয়। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে (Prevention of Money Laundering Act) ডেকে পাঠানো হয় তৃণমূল সাংসদকে। 

আরও পড়ুন-Shah Rukh Khan: 'অনেক বছর কোনও অ্যাওয়ার্ড পাইনি...' দাদাসাহেব ফালকে পেলেন শাহরুখ খান!

দিল্লির অফিসে ঢোকার আগে সাংবাদিকদের জানান, 'আমি কোনও প্রস্তুতি নিয়ে যাচ্ছি না। ওনারাও লেখেননি কি কি নিয়ে যেতে হবে। আমি আগেও বলেছি আমাকে যতবার ডাকবে ততবার যাব। আই এম ফলোইং ইট। দেশের ইনভেস্টিকেটিং এজেন্সির ওপর ভরসা আছে। তদন্তে যদি কোনও রকম সাহায্য লাগে আমি করব। আজকেও নিজের শ্যুটিং বাতিল করে এখানে এসেছি। না এনামুলের টাকা (ফিল্মে) খাটেনি। এনামুল হককে আমি চিনি না। আগে যাই দেখি কি বলে।' অভিষেকের সঙ্গে মিটিং বা রাজনীতিতে আবার ফিরে আসার কারণেই কি তলব? যদিও এ প্রশ্নের জবাবে তৃণমূল সাংসদ ও অভিনেতার মন্তব্য, 'এ নিয়ে এখন কিছু বলতে চাই না।' 

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে দু’‌বার তাঁকে তলব করা হয়েছিল। তার মধ্যে প্রথমবার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল সাংসদ–অভিনেতাকে। দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ। তাঁর অভিযোগ ছিল, গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছেন দেব। এই নিয়ে দ্বিতীয়বার গরুপাচার মামলায় তলব করা হল দেবকে। তারকা সাংসদের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি এনামূলের গরুপাচারের কালো টাকা দিয়ে সিনেমা তৈরি করেছেন। যদিও এই অভিযোগ খারিজ করেছেন ঘাটালের সাংসদ। 

আরও পড়ুন- International Mother Language Day: একুশের মঞ্চে ঘোষণা নেই; তবু হাজির শুভাপ্রসন্ন, বাদ মিমি-নুসরত-কৌশানী!

দীর্ঘ ৮ ঘণ্টা ইডির দফতরে জেরা করা হয় তাঁকে। বেরিয়ে হাসিমুখে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা-সাংসদ। দেব বলেন, 'কী আর বলব, হাসিমুখে আসি, হাসিমুখে যাই। আবার ডাকলে আসব'। তবে বেশি সময় কথা বলতে পারেননি তিনি। জানিয়ে দেন যে বুধবারই তিনি দিল্লি থেকে ফিরছেন কারণ তাঁর ছবি খাদানের শ্যুটিং চলছে। বৃহস্পতিবার ফের শ্যুটিংয়ে যোগ দেবেন তিনি। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.