ডোকালাম ইস্যুতে বড়সড় সাফল্য, পিছু হটল চিন

Updated By: Aug 28, 2017, 01:42 PM IST
ডোকালাম ইস্যুতে বড়সড় সাফল্য, পিছু হটল চিন

ওয়েব ডেস্ক: ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর ‌যোগ দিতে ‌যাওয়ার আগে ডোকালাম ইস্যুতে বড়সড় সাফল্য পেল ভারতের। সিকিমের ডোকালাম থেকে সেনা সরাচ্ছে চিন। সেনা সরানো হচ্ছে ভারতের তরফেও। সোমবার বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। 

গত জুন মাসের গোড়ার দিকে ডোকালাম নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। ডোকালাম সীমান্তকে  নিজের এলাকা বলে দাবি করে বেজিং। সেনা পাঠিয়ে ভূটানের ডোকালামে রাস্তা নির্মাণও শুরু করে চিন। আর এরপরেই ভূটানের জমি বাঁচাতে অঙ্গীকারবদ্ধ ভারত সেখানে সেনা পাঠায়। কমপক্ষে ৩০০ সেনা পাঠানো হয় ভারতের তরফে। আর এর পরেই এ বিষয়ে বিভিন্ন ভাবে ভারতকে ‌হুমকি দেওয়া হয়েছে চিনের তরফে। এমনকি চিনের তরফে ১৯৬২-র ‌যুদ্ধের কথাও বারবর ভারতকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তবে চিনের কাছে মাথানত করেনি ভারতও। 

তবে ডোকালাম সীমন্তে চিনের রাস্তা তৈরিতে উদ্বেগ প্রকাশ করে ভারত, আশঙ্কা করা হয় ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সঙ্গে একমাত্র ‌যোগা‌যোগের পথে চিকেনস নেক  খুব সহজেই শত্রু পক্ষে দখলে চলে ‌যেতে পারে। তবে শেষপ‌র্যন্ত চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।

 

‌যদিও চিনের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয় ভারতের তরফে তাঁদের সীমানা থেকে সেনা সরানো হচ্ছে।

 

প্রসঙ্গত, আগামী সপ্তাহেই চিনের জিয়ামেনে আয়োজিত নবম ব্রিকস সামিটে ‌যোগ দিতে ‌যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ডোকালাম ইস্যুতে দুই দেশের মধ্যে এই সমঝোতা অনেকটাই বড় সাফল্য বলেই মনে করছেন কূটনৈতিকরা।

.