অনিল দাভের মৃত্যুতে, পরিবেশ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পাচ্ছেন ড. হর্ষ বর্ধন

হৃদরোগে আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে প্রয়াত হয়েছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অনিল দাভে। সকালে বাড়িতেই বুকে ব্যথা অনুভব হওয়ায়, তড়িঘড়ি দাভেকে নিয়ে যাওয়া হয় AIIMS-এ। সেখানেই তাঁর মৃত্যু হয়। 'বন্ধু'র মৃত্যুসংবাদ টুইট করে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। ২০১৬ থেকে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছিলেন দাভে।

Updated By: May 18, 2017, 04:19 PM IST
অনিল দাভের মৃত্যুতে, পরিবেশ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পাচ্ছেন ড. হর্ষ বর্ধন

ওয়েব ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে প্রয়াত হয়েছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অনিল দাভে। সকালে বাড়িতেই বুকে ব্যথা অনুভব হওয়ায়, তড়িঘড়ি দাভেকে নিয়ে যাওয়া হয় AIIMS-এ। সেখানেই তাঁর মৃত্যু হয়। 'বন্ধু'র মৃত্যুসংবাদ টুইট করে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। ২০১৬ থেকে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছিলেন দাভে।

তাঁর মৃত্যুতে আচমকাই শূন্যস্থান তৈরি হয় পরিবেশ মন্ত্রকে। এই পরিস্থিতিতে পরিবেশ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে ড. হর্ষ বর্ধনের হাতে।  রাষ্ট্রপতি অফিসের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। বর্তমানে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন,

.