মাসের তৃতীয় রেল দুর্ঘটনা, লাইনচ্যুত দুরন্ত এক্সপ্রেস
ওয়েব ডেস্ক: ফের লাইনচ্যুত ট্রেন। এবার বেলাইন হল নাগপুর-মুম্বই দুরন্ত এক্সপ্রেস। আজ সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা। মহারাষ্ট্রের কল্যাণের কাছে, আসানগাঁও ও ওয়াসিন্ড স্টেশনের মাঝে ট্রেনের ছটি বগি লাইনচ্যুত হয়। রেললাইন জলের তলায় থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে খবর। বেশ কয়েকজন আহত হওয়ার খবর মিলেছে।
নাগপুর থেকে মুম্বইগামী ১২২৯০ দুরন্ত এক্সপ্রেস আজ সকাল সাড়ে ৬টা নাগাদ তিতওয়ালার কাছে পৌঁছতেই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে বাসিন্দ ও আসাগাঁও স্টেশনের মাঝে একটি এলাকায় লাইনচ্যুত হয় কামরাগুলি। ঘটনাস্থানে পৌঁছেছে উদ্ধারকারী দলের সদস্যরা। সকাল ৭টা ৫৫ মিনিট নাগাদ ট্রেনটির মুম্বই পৌঁছানোর কথা ছিল।
Latest #visuals from Maharashtra: Five coaches & engine of Nagpur Mumbai Duronto Express derailed near Titwala. pic.twitter.com/NaYax4jxLL
— ANI (@ANI) August 29, 2017
ঠিক চার দিন আগে ২৫ অগাস্ট মুম্বইয়ের একটি লোকাল ট্রেনের ছটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ঘটনায় আহত হন পাঁচ যাত্রী। এর আগে ২৩ অগাস্ট লাইনচ্যুত হয়ে যায় দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেস। ঘটনায় মোট ৮০জন আহত হন। গত ১৯ অগাস্ট উৎকল এক্সপ্রেসের ১৪টি কোচ লাইনচ্যুত হয়। ঘটনায় মৃত্যু হয় ২৪ জনের। একাধিক রেল দুর্ঘটনায় যাত্রীরা রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। ১ মাসের মধ্যে এ নিয়ে তৃতীয় রেল দুর্ঘটনা।
#WATCH: Five coaches & engine of Nagpur Mumbai Duronto Express derailed near Titwala in Maharashtra. pic.twitter.com/9u0adLF1rG
— ANI (@ANI) August 29, 2017