বিশ্ববিদ্যালয়ে নেই 'গ্র্যাজুয়েট' মোদীর কোনও নথি

মোদীর ডিগ্রি বিতর্কে ঘৃতাহুতি দিল দিল্লি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের 'স্কুল অফ ওপেন লার্নিং' বিভাগ জানিয়ে দিল, নরেন্দ্র মোদী যে বছর স্নাতক হয়েছিলেন বলে শোনা যায় সেই ১৯৭৮ সালের কোনও নথিই নেই তাদের কাছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে তারা কেবল এক বছরের নথি সংরক্ষণ করে রাখে। ফলে, সেখান থেকে দেশের প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিশদ তথ্য জানার কোনও ব্যবস্থাই নেই।

Updated By: Mar 15, 2017, 10:45 AM IST
বিশ্ববিদ্যালয়ে নেই 'গ্র্যাজুয়েট' মোদীর কোনও নথি

ওয়েব ডেস্ক: মোদীর ডিগ্রি বিতর্কে ঘৃতাহুতি দিল দিল্লি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের 'স্কুল অফ ওপেন লার্নিং' বিভাগ জানিয়ে দিল, নরেন্দ্র মোদী যে বছর স্নাতক হয়েছিলেন বলে শোনা যায় সেই ১৯৭৮ সালের কোনও নথিই নেই তাদের কাছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে তারা কেবল এক বছরের নথি সংরক্ষণ করে রাখে। ফলে, সেখান থেকে দেশের প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিশদ তথ্য জানার কোনও ব্যবস্থাই নেই।

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক মাস আগে আম আদমি পার্টির এক স্বঘোষিত কর্মী তথ্য জানার অধিকার আইনে ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রিধারীদের নামের তালিকা এবং আরও অন্যান্য কিছু তথ্য চেয়েছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে কোনও তথ্যই পাওয়া গেল না। আর এতেই বিতর্কের ঝড় উঠেছে সংশ্লিষ্ট মহলে। অনেকেই বলছেন নরেন্দ্র মোদীর প্রকৃত শিক্ষাগত যোগ্যতা আড়াল করতেই কেন্দ্রের তরফে বিষয়টা 'ধামাচাপা' দেওয়ার চেষ্টা করা হচ্ছে। (আরও পড়ুন- শীর্ষ আদালতের সবুজ সঙ্কেতে গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মনোহর পারিক্কর)

.