সোপোরে এনকাউন্টার, মধ্যরাত থেকে অভিযানে নিরাপত্তা বাহিনী

মধ্যরাত থেকে তল্লাশি শুরু হলেও এনকাউন্টার শুরু হয় ভোর ৪ টা নাগাদ।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Jul 12, 2020, 11:56 AM IST
সোপোরে এনকাউন্টার, মধ্যরাত থেকে অভিযানে নিরাপত্তা বাহিনী
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ফের উত্তপ্ত কাশ্মীর। এবার  জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার সোপোরে গুলির লড়াই বেধেছে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে। মাঝ রাত থেকেই জঙ্গিদের উদ্দেশ্যে সোপোরের রেবানে তল্লাশি অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। জঙ্গি উপস্থিতির খবর পেয়েই তড়িঘড়ি এই অভিযান। এমনটাই জানিয়েছেন এক পুলিস আধিকারিক।

আরও পড়ুন: হুহু করে বাড়ছে সংক্রমণ, ১৪ জুলাই থেকে বেঙ্গালুরুতে সম্পূর্ণ লকডাউন ঘোষণা ইয়েদুরাপ্পার

মধ্যরাত থেকে তল্লাশি শুরু হলেও এনকাউন্টার শুরু হয় ভোর ৪ টা নাগাদ। প্রথমে লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালায়। পালটা দেয় নিরাপত্তা বাহিনী। যদিও এখনও হানাহানির খবর মেলেনি।

বিগত কয়েক মাস ধরেই অনবরত উত্তপ্ত ভূস্বর্গ। নিরাপত্তা বাহিনী এই কয়েক মাসে অগণিত জঙ্গি খতম করেছে। হিজবুল কমান্ডার নাইকু থেকে শুরু করে ফৌজি ভাই। জঙ্গি সংগঠনের মাথা নিকেশ করে একাধিক জেলাকেও জঙ্গিমুক্ত বলে ঘোষণা করেছিল নিরাপত্তা বাহিনী।

.