সরকারি কর্মচারীরা এ বার জরুরি প্রয়োজনে চিকিৎসা পাবেন অ-নথিভুক্ত হাসপাতালেও

চাকরি খুইয়েছেন যাঁরা তাঁরা পরিষেবা পাবেন আগামী বছরের জুন পর্যন্ত!

Updated By: Dec 9, 2020, 12:32 PM IST
সরকারি কর্মচারীরা এ বার জরুরি প্রয়োজনে চিকিৎসা পাবেন অ-নথিভুক্ত হাসপাতালেও

নিজস্ব প্রতিবেদন: জরুরি প্রয়োজনে এ বার থেকে  বাড়ির কাছের বেসরকারি হাসপাতালেও চিকিৎসার সুযোগ নিতে পারবেন 'সেন্ট্রাল গভর্মেন্ট হেল্থ স্কিম' (সিজিএইচএস)-এর গ্রাহকেরা। এমনটাই জানিয়ে দিল 'দ্য এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স' (ইএসআইসি)।

এখনও পর্যন্ত বহাল নিয়ম অনুযায়ী, এতদিন সরকারি কর্মচারীদের সরকারি স্কিমের মাধ্যমে চিকিৎসা পরিষেবা নিতে হলে নির্দিষ্ট 'ইএসআইসি' ডিসপেনসারিতে কিংবা নথিভুক্ত সরকারি বা বেসরকারি হাসপাতালে যেতে হত। এতে দ্রুত চিকিৎসা প্রয়োজন, এমন রোগীদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল। 

রোগীর যদি হৃদযন্ত্র সংক্রান্ত কোনও জটিলতা দেখা যায়, যে ক্ষেত্রে দ্রুত চিকিৎসা শুরু করা জরুরি বিশেষ করে সেই সব বিষয়ের কথা ভেবেই নতুন এই নিয়ম লাগু হতে চলেছে। ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন কমিটির জেনারেল সেক্রেটারি এমনটাই জানিয়েছেন। এখন থেকে নথিভুক্ত নয় এমন হাসপাতালেও জরুরি পরিষেবা নিতে যেতে পারবেন সংশ্লিষ্ট রোগীরা। তবে 'এমপ্যানেলেড' হাসপাতালে যে 'ক্যাশ-লেস' পরিষেবা মেলে সেটা এক্ষেত্রে হবে না। এক্ষেত্রে সরকার পরে 'রি-ইমবার্স' করে দেবে। 

শুধু তাই নয়, কোভিড পরিস্থিতিতে যাঁরা চাকরি হারিয়েছেন তাঁরাও ২০২১-এর জুন পর্যন্ত এই চিকিৎসা পরিষেবা পাবেন। 

ALSO READ: বিপ্লব দেবের নজিরবিহীন সিদ্ধান্ত! মুখ্যমন্ত্রী থাকবেন কি না, রায় নেবেন জনতার থেকে

.