ফলের আগেই ফল প্রকাশ : পাঁচ রাজ্যের বুথ ফেরত্‍ সমীক্ষার ফলাফল

স্ট্রং রুমে স্ট্রংগার নিরাপত্তা। পরীক্ষা শেষ। এবার ফল প্রকাশের অপেক্ষা। দেশের পাঁচ রাজ্যের মানুষ তাঁদের রায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। আগামী পরশু সকাল থেকেই সেই রায় হবে ক্রমশ প্রকাশ্য। পরিস্কার হয়ে যেবে, ইভিএম বন্দী জনাদেশ নোটবন্দীর পক্ষে নাকি বিপক্ষে। কিন্তু কে কোথায় জিতবে? আসুন জেনে নেওয়া যাক কী বলছে বুথ ফেরত্‍ সমীক্ষা!

Updated By: Mar 9, 2017, 08:56 PM IST
ফলের আগেই ফল প্রকাশ : পাঁচ রাজ্যের বুথ ফেরত্‍ সমীক্ষার ফলাফল

ওয়েব ডেস্ক: স্ট্রং রুমে স্ট্রংগার নিরাপত্তা। পরীক্ষা শেষ। এবার ফল প্রকাশের অপেক্ষা। দেশের পাঁচ রাজ্যের মানুষ তাঁদের রায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। আগামী পরশু সকাল থেকেই সেই রায় হবে ক্রমশ প্রকাশ্য। পরিস্কার হয়ে যেবে, ইভিএম বন্দী জনাদেশ নোটবন্দীর পক্ষে নাকি বিপক্ষে। কিন্তু কে কোথায় জিতবে? আসুন জেনে নেওয়া যাক কী বলছে বুথ ফেরত্‍ সমীক্ষা!

উত্তরপ্রদেশ-

CNN-IBN: SP+Congress 120, BJP 185, BSP 90, Others 9

India Today-Axis My India: BJP 185,  SP+Congress 120, BSP 90, Others 9

ABP News: SP+Congress 156-169, BJP 164-176, BSP 60-72, Others 2-6

India TV-CVoter: ত্রিশঙ্কু বিধানসভার পূর্বাভাষ।   BJP 155-167 আসন, the Samajwadi-Congress জোট 135-147 আসন এবং বসপা- 81-93 আসন।  

NewsX-MRC: BJP+ - 185 আসন, SP-Congress জোট - 120, BSP - 90, অন্যান্য – 8

TimesNow-VMR: মোট ৪০৩টি আসনের মধ্যে 190-210টি আসন পেয়ে উত্তরপ্রদেশে সরকার গড়তে চলেছে বিজেপি। Samajwadi Party-Congress alliance জোট 110-130 আসন aএবং বসপা- 57-74 আসন।

পঞ্জাব-

News 24-Chanakya: SAD+ 9, Congress 54, AAP 54, Others 0

India TV-CVoter exit poll: ক্ষমতায় আসতে চলেছে আপ। SAD + 5-13, Congress 41-49, AAP 59-67, Others 0-3

Aaj Tak-Cicero: Congress: 62-71, AAP: 42-51, BJP-SAD 4-7, Others: 0-2

India Today-Axis My India: 117টির মধ্যে  62-71 আসন জিতে সরকার গড়তে চলেছে কংগ্রেস। ক্ষমতাসীন Shiromani Akali Dal-BJP জোট (4-7), Aam Aadmi Party 42-51 আসন।

উত্তরাখণ্ড-

NewsX-MRC: BJP 38, Congress 30, Others 2

Aaj Tak-Axis My India: BJP 46-53, Congress 12-21, Others 1-2             

India TV-CVoter: Uttarakhand expected to get hung Assembly. BJP 29-25, Congress 29-35 seats

News 24-Chanakya: BJP – 53 seats, Congress 15, Others 2

India Today-Axis My India: Congress 12-21, BJP 46-53, BSP 1-4, Others 1-2

মণিপুর-

India Today-Axis My India: Congress 30-36, BJP 16-22, NPF 3-5, Others 3-6

India TV-CVoter: বিজেপিই সবচেয়ে বেশি আসন পাবে।  BJP জিততে পারে 25-31 আসন, Congress 17-23, Others 9-15।

গোয়া-

India TV-CVoter: Goa expected to get hung Assembly. BJP+ likely to grab 15-21 seats, Congress 12-18, AAP 0-4, Others 2-8

India Today-Axis My India: Congress 9-13, BJP 18-22, AAP 0-2, MGP/SS/SV 3-6, Others 1-3

.