ফেসবুকে পোস্ট লেখার পাঠ এবার পাঠক্রমে
সোশ্যাল মিডিয়া এখন আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ। দিনের বিভিন্ন মুহূর্ত থেকে অনুভূতি, সবই ঠাঁই পায় সোশ্যাল মিডিয়ায়। বর্তমানকালে জনমত গড়তেও ফেসবুকের জুড়ি মেলা ভার। বিভিন্ন ইস্যুতে কেমন হবে সেই ফেসবুক পোস্ট? কীভাবে লেখা হবে ফেসবুকে? তা-ই নিয়েই বিশেষ পাঠক্রম। প্রস্তাব দিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়।
ওয়েব ডেস্ক : সোশ্যাল মিডিয়া এখন আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ। দিনের বিভিন্ন মুহূর্ত থেকে অনুভূতি, সবই ঠাঁই পায় সোশ্যাল মিডিয়ায়। বর্তমানকালে জনমত গড়তেও ফেসবুকের জুড়ি মেলা ভার। বিভিন্ন ইস্যুতে কেমন হবে সেই ফেসবুক পোস্ট? কীভাবে লেখা হবে ফেসবুকে? তা-ই নিয়েই বিশেষ পাঠক্রম। প্রস্তাব দিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়।
দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, আধুনিককালে ক্লাসিক সাহিত্য চর্চার পাশে ব্লগ, কভার লেটার লেখাও একটা আর্ট। ঠিক তেমনই ফেসবুকে আকর্ষণীয় পোস্ট লেখাও দক্ষতার পরিচয়। ভুল পোস্টে অনেকসময়ই ভুল ব্যাখা হয়ে যায়। ঠিক তেমনই একটা সঠিক পোস্টের 'ইমপ্যাক্ট' হতে পারে অনেকখানি। সেই কারণেই ইংরেজী সাহিত্যের পড়ুয়াদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে ফেসবুকে পোস্ট লেখার ব্যাপারে।
দিন কয়েক আগে, চেতন ভগতের 'ফাইভ পয়েন্ট সামওয়ান'কে পাঠক্রমে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় দিল্লি বিশ্ববিদ্যালয়। যার বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার হয় পড়ুয়ারা। এরপরই 'অ্যাকাডেমিক রাইটিং' হিসেবে ফেসবুক রাইটিংকে পাঠক্রমের অন্তর্ভুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজগুলিতে প্রস্তাব পাঠানো হয়।
আরও পড়ুন, পুরনো কয়েন বাতিল? বাজারে আসছে নয়া ২টি কয়েন!