যোধপুরে ভেঙে পড়ল বায়ুসেনার ফাইটার প্লেন!

আজ সকালে রাজস্থানের যোধপুরে, ভারতীয় বায়ুসেনার MIG-27 (বাহাদুর) বিমানটি একটি বাড়ির উপর হটাৎ করে ভেঙে পড়ে। জানা যাচ্ছে ২ জন পাইলটকেই বের করে আনা গেছে। কমপক্ষে দু'জন আহত হয়েছেন।

Updated By: Jun 13, 2016, 02:04 PM IST
যোধপুরে ভেঙে পড়ল বায়ুসেনার ফাইটার প্লেন!

ওয়েব ডেস্ক: আজ সকালে রাজস্থানের যোধপুরে, ভারতীয় বায়ুসেনার MIG-27 (বাহাদুর) বিমানটি একটি বাড়ির উপর হটাৎ করে ভেঙে পড়ে। জানা যাচ্ছে ২ জন পাইলটকেই বের করে আনা গেছে। কমপক্ষে দু'জন আহত হয়েছেন।

অন্যান্য দিনের মতোই রাশিয়ান নকশায় তৈরী এই ফাইটার প্লেনটি নিয়মমাফিকভাবে আকাশে উড়েছিল। দুর্ঘটনাটি ঘটেছে যোধপুর 'এয়ার বেসের' কাছাকাছি এলাকাতেই। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে বায়ুসেনার তরফে এই দুর্ঘটনার জন্য উচ্চ পর্যায়ের তদন্ত করার কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, এই MIG-27 ছিল সাবেক ভারতীয় বায়ুসেনার একটি পুরানো বিমান। কিছুদিন আগেই, এয়ার চিফ মার্শাল অরূপ রাহা জানিয়েছিলেন যে আর কিছুদিন পর থেকেই এই বিমানগুলি আর ব্যবহার করা হবে না। এরপর থেকে 'রাফায়েল' এবং ভারতীয় প্রযুক্তিতে তৈরী 'তেজস' বিমানই ব্যবহৃত হবে।

.