দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যান্ত্রিক ত্রুটিতে সমুদ্রের মাঝখানে অচল মত্স্যজীবীদের নৌকা

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে সমুদ্রের মাঝখানে অচল হয়ে পড়ে মত্‍স্যজীবীদের একটি নৌকা। খবর পেয়ে তল্লাসি চালিয়ে এফ বি মা তারা নামে ওই নৌকাটিকে খুঁজে পায় কোস্টগার্ডের তল্লাসি টিম। নৌকায় রয়েছেন ১০ জন মত্‍স্যজীবী। নৌকাটিকে টেনে নিয়ে আসা হচ্ছে সাগর দ্বীপে।

Updated By: Aug 10, 2016, 05:03 PM IST
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যান্ত্রিক ত্রুটিতে সমুদ্রের মাঝখানে অচল মত্স্যজীবীদের নৌকা

ওয়েব ডেস্ক: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে সমুদ্রের মাঝখানে অচল হয়ে পড়ে মত্‍স্যজীবীদের একটি নৌকা। খবর পেয়ে তল্লাসি চালিয়ে এফ বি মা তারা নামে ওই নৌকাটিকে খুঁজে পায় কোস্টগার্ডের তল্লাসি টিম। নৌকায় রয়েছেন ১০ জন মত্‍স্যজীবী। নৌকাটিকে টেনে নিয়ে আসা হচ্ছে সাগর দ্বীপে।

সাগরে মাছ ধরতে যাওয়া আটটি নৌকা নিখোঁজের খবর পেয়ে তল্লাসিতে নাম উপকূল রক্ষী বাহিনী। তল্লাসিতে নামে উপকূল রক্ষী বাহিনীর দুটি জাহাজ ও একটি ডর্নিয়ের বিমান। ইতিমধ্যেই চারটি নৌকা ফিরে এসেছে নিরাপদে। বাকি তিনটির খোঁজে চলছে তল্লাসি। তল্লাসি অভিযানে ব্যক্তিগতভাবে নজরদারি চালাচ্ছেন উপকূল রক্ষী বাহিনীর ডিজি রাজেন্দ্র সিং। তবে ঝোড়ো হাওয়া ও ঢেউয়ের কারণে সমস্যায় পড়ছেন উদ্ধারকারীরা।

.