বাড়িতে পাকিস্তানের পতাকা ওড়ানোয় এলাকায় চাঞ্চল্য

যত কাণ্ড বিহারে। এবার, বিহারের নালন্দা এলাকার একটি বাড়িতে পাকিস্তানের পতাকা ওড়ানো নিয়ে বিতর্ক দানা বাঁধল। একটি স্থানীয় খবরের চ্যানেলের খবরে জানা যায় যে, বিহারশরিফের খারাদি কলোনিতে একটি বাড়িতে পাকিস্তানের জাতীয় পতাকা উড়তে দেখা যায়।

Updated By: Jul 22, 2016, 06:46 PM IST
বাড়িতে পাকিস্তানের পতাকা ওড়ানোয় এলাকায় চাঞ্চল্য

ওয়েব ডেস্ক: যত কাণ্ড বিহারে। এবার, বিহারের নালন্দা এলাকার একটি বাড়িতে পাকিস্তানের পতাকা ওড়ানো নিয়ে বিতর্ক দানা বাঁধল। একটি স্থানীয় খবরের চ্যানেলের খবরে জানা যায় যে, বিহারশরিফের খারাদি কলোনিতে একটি বাড়িতে পাকিস্তানের জাতীয় পতাকা উড়তে দেখা যায়।

আরও পড়ুন-বাল ঠাকরের পরিবারে পিতৃত্ব ও সম্পত্তি নিয়ে কাজিয়া

ওই বাড়ির মালিকের নাম আনোয়ারউল হক। ওই বাড়িতে পাকিস্তানের জাতীয় পতাকা ওড়ার খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে যান মহকুমা শাসক সধীর কুমার এবং ডেপুটি পুলিশ সুপার মহম্মদ সইফুর রহমান। ঘটনাস্থলে গিয়ে এই দুই আধিকারিক যদিও কোনও পতাকা উড়তে দেখেননি। জানা গেছে যে তার আগেই পতাকা বাড়ির উপর থেকে নামিয়ে ফেলা হয়। মহকুমা শাসক এও জানান যে গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।

তবে, ওই পরিবারেরই এক সদস্য নিজের নাম না জানিয়ে বলেন, তাঁরা বিগত পাঁচ বছর ধরে মহরমের আগে ওই পতাকা টানিয়ে আসছে।

আরও পড়ুন-সিধু বিজেপি ছাড়লেও তাঁর স্ত্রী রয়ে গেলেন বিজেপিতেই

.