"৩১ ডিসেম্বরের পর দয়া করে ১০ নভেম্বরের ব্যাঙ্ক, ATM লাইনের ছবি দেখাবেন না!"

"পরিস্থিতি বেশিরভাটাই স্বাভাবিক হয়ে গেছে। সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, ৩১ ডিসেম্বরের পর তারা যেন কেউ ১০ নভেম্বরে ATM বা ব্যাঙ্কের লাইনের ছবি না দেখান।" আজ রাজধানী দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

Updated By: Dec 30, 2016, 07:42 PM IST
"৩১ ডিসেম্বরের পর দয়া করে ১০ নভেম্বরের ব্যাঙ্ক, ATM লাইনের ছবি দেখাবেন না!"

ওয়েব ডেস্ক : "পরিস্থিতি বেশিরভাটাই স্বাভাবিক হয়ে গেছে। সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, ৩১ ডিসেম্বরের পর তারা যেন কেউ ১০ নভেম্বরে ATM বা ব্যাঙ্কের লাইনের ছবি না দেখান।" আজ রাজধানী দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

সেইসঙ্গে তিনি আরও বলেন, দেশের অনেক মানুষ যেভাবে তাদের বিপুল পরিমাণ কালো টাকা সাদা করতে গিয়ে ধরা পড়লেন, সেটাই প্রমাণ করে যে প্রধানমন্ত্রী মোদীর ৮ নভেম্বর রাতের ঘোষণা কতটা যুক্তিসঙ্গত ছিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানান, ২০১৯ থেকে সুইত্জারল্যান্ড সরকার সেদেশে কোনও ভারতীয় বা ভারতীয় সংস্থা যে পরিমাণ টাকা লগ্নি করবে, তার বিস্তারিত তথ্য ভারত সরকারকে জানাবে।

আরও পড়ুন, মফস্বলের ছাপোষা যুবকের অ্যাকাউন্টে ৪২ হাজার ৫০০ কোটির লেনদেন!

"প্রয়োজনে আপনার লোককেও গ্রেফতার করতে পারি"

.