ফুটপাথবাসী প্রাক্তন সেনাকর্তা খুন

অজ্ঞাত পরিচয় দুই আততায়ীর হাতে খুন হলেন প্রাক্তন সেনা কর্তা। ঘটনাটি ঘটেছে পুনের কয়াজি রোড এলাকায়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

Updated By: Feb 4, 2018, 07:41 PM IST
ফুটপাথবাসী প্রাক্তন সেনাকর্তা খুন
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন : অজ্ঞাত পরিচয় দুই আততায়ীর হাতে খুন হলেন প্রাক্তন সেনা কর্তা। ঘটনাটি ঘটেছে পুনের কয়াজি রোড এলাকায়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

আরও পড়ুন- ১১ নাবালিকার চিঠিতে মর্মাহত প্রধান বিচারপতি, বাল্যবিবাহ রোধে জনস্বার্থ মামলা

জানা গেছে, বছর ৬৫-র রবীন্দ্র বালি ২৮ বছর আগে কাজ থেকে বরখাস্ত হন। চাকরি খোয়া যাওয়ার পর একটি বিপিও সংস্থায় শেষ কাজ করেন বরখাস্ত হওয়া ওই সেনা কর্তা। যদিও, সেখানেও বেশিদিন কাজ টেকেনি তাঁর। এরপর থেকে পুনের কয়াজি রোডের ধারে ফুটপাতেই দিন কাটাতেন তিনি। পুলিস তদন্তে নেমে জানতে পেরেছে, বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তি শিকার ছিলেন বালি। প্রথম স্ত্রীয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদও হয় তাঁর। পরের বিয়েও বেশিদিন স্থায়ী হয়নি। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদের জড়িয়ে পড়েছিলেন তিনি। এরপর থেকে ফুটপাতই ছিল বরখাস্ত সেনা কর্তার ঠিকানা। ঠিক কী কারণে ফুটপাতবাসী বরখাস্ত সেনাকে খুন হতে হল, তা খতিয়ে দেখছে পুলিস।

.