কেন্দ্রকে সরাসরি আক্রমণ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর, কী বললেন Farooq Abdullah?

২৬ মে, জম্মু ও কাশ্মীর পুলিস জানিয়েছে যে বছরের প্রথম পাঁচ মাসের মধ্যেই জম্মু ও কাশ্মীরে লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মহম্মদ সংগঠনের সঙ্গে যুক্ত ২৬ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে।

Updated By: May 30, 2022, 07:58 AM IST
কেন্দ্রকে সরাসরি আক্রমণ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর, কী বললেন Farooq Abdullah?
ছবি: এএনআই

নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের (Jammu and Kashmir National Conference) সভাপতি ফারুক আবদুল্লা (Farooq Abdullah) রবিবার এই কেন্দ্রশাসিত অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেছেন। দিল্লিতে একটি অনুষ্ঠানে আবদুল্লা বলেন, "যতক্ষণ না আপনি জম্মু ও কাশ্মীরের মানুষের মন জয় করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে থাকব না। জম্মু ও কাশ্মীরে শান্তি আসতে পারে না যতক্ষণ না আপনি মানুষের মন জয় করবেন..."

তিনি আরও বলেন, "কাশ্মীরে প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে। এমন একটি দিনও নেই যখন কেন্দ্রশাসিত এই অঞ্চলে মৃত্যু হচ্ছে না। কেন্দ্রশাসিত অঞ্চলের একটি বড় অংশ সেনা কর্মীদের দ্বারা পূর্ণ। সেনাবাহিনী সবসময় মানুষের মন জয় করতে পারে না। পরিবর্তে, সেখানে ভালবাসার প্রয়োজন। তাদের (কেন্দ্রকে) এটি বুঝতে হবে।"

আরও পড়ুন: Rajya Sabha polls: রাজ্যসভা নির্বাচনের তালিকা প্রকাশ কংগ্রেসের, নাম রয়েছে চিদাম্বরম, সুরজেওয়ালা সহ বহু নেতার

২৬ মে, জম্মু ও কাশ্মীর পুলিস জানিয়েছে যে বছরের প্রথম পাঁচ মাসের মধ্যেই জম্মু ও কাশ্মীরে লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মহম্মদ সংগঠনের সঙ্গে যুক্ত ২৬ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে।

পুলিসের কাশ্মীর জোনের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার বলেছেন, "এই বছর, এখনও পর্যন্ত ২৬ জন বিদেশী সন্ত্রাসবাদীকে নিষ্ক্রিয় করা হয়েছে।"  বৃহস্পতিবার কুপওয়ারা জেলায় একটি এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর হাতে তিনজন এলইটি সন্ত্রাসী নিহত হয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.