কমল পেট্রোল - ডিজেলের দর, দেখে নিন বুধবার কলকাতায় জ্বালানির দাম
পক্ষকাল পর অবশেষে কমল জ্বালানি তেলের দর। মঙ্গলবারের তুলনায় বুধবার পেট্রোলের দাম এক ধাক্কায় কমল ৫৯ পয়সা। ডিজেলের দর কমেছে ৫৬ পয়সা।
নিজস্ব প্রতিবেদন: পক্ষকাল পর অবশেষে কমল জ্বালানি তেলের দর। মঙ্গলবারের তুলনায় বুধবার পেট্রোলের দাম এক ধাক্কায় কমল ৫৯ পয়সা। ডিজেলের দর কমেছে ৫৬ পয়সা।
বুধবার কলকাতায় এক লিটার পেট্রোল মিলছে ৮০.৪৭ টাকায়। কলকাতায় এক লিটার ডিজেলের দর ৭১.৩০ টাকা। মঙ্গলবার কলকাতায় এক লিটার পেট্রোল ও ডিজেলের দাম ছিল যথাক্রমে ৮১.০৬ টাকা ও ৭১.৮৬ টাকা।
অর্থ নিয়ে কাড়াকাড়ি, চিড় 'ধরছে' জোটে
কর্ণাটক নির্বাচনের আগে ১৯ দিন বদলায়নি তেলের দর। ভোট মিটতেই ফের মূল্য পুনর্বিবেচনা প্রক্রিয়ায় দাম বাড়াতে শুরু করে তেল সংস্থাগুলি। যার ফলে ১৫ দিনে পেট্রোলের দর বাড়ে ৩.৮০ পয়সা।
ওদিকে তেলের দর বৃদ্ধি নিয়ে কেন্দ্র ও রাজ্যের বিবাদ জারি রয়েছে। কেন্দ্রের অভিযোগ, রাজ্যগুলি বিক্রয় কর না কমানোয় তেলের দর কমছে না। রাজ্যগুলির পালটা দাবি, জ্বালানির ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহার করুক কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে এক ধরনা মঞ্চে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন, পেট্রোলের দাম লিটারপিছু ১০০ টাকা ছোঁয়ার আগেই বোল্ড আউট করতে হবে মোদী সরকারকে।