উপনির্বাচনে হারের মাঝেই শেষবেলায় মোদীর মুখে চওড়া হাসি
দিনভর একের পর এক উপনির্বাচনে হারের মাঝেই ভাল খবর।
নিজস্ব প্রতিবেদন: দিনভর একের পর এক উপনির্বাচনে হারের খবর আসায় মুখ ভার বিজেপি শিবিরের। তবে এরই মধ্যে শেষবেলায় মোদী সরকারকে স্বস্তি দিল জিডিপি। কেন্দ্রীয় পরিসংখ্যান অফিসের রিপোর্ট অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবর্ষের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে জিডিপি-র হার ৭.৭ শতাংশ। গত বছর ওই একই সময়ে জিডিপি ছিল ৬.১ শতাংশ। তর্থাত্, ১.৬ শতাংশ বৃদ্ধি।
উত্পাদন ও পরিকাঠামো ক্ষেত্রের ভালো কাজ হওয়ায় ইতিবাচক প্রভাব পড়েছে দেশের আর্থিক বৃদ্ধিতে। তবে সারা বছরের হিসাবে জিডিপি ৭ শতাংশের উপরে উঠতে পারেনি। ২০১৭-১৮ সালে দেশের জিডিপি-র হার ছিল ৬.৭%। ২০১৬-১৭ সালে তা ছিল ৭.১ শতাংশ। নোট বাতিল ও জিএসটি লাগু হওয়ার পর জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে জিডিপি-র হার সর্বোচ্চ।
২০১৮ সালের এপ্রিলে পরিকাঠামোর অন্তর্গত ৮টি ক্ষেত্রে বৃদ্ধির হার ৪.৭ শতাংশ। সিমেন্ট, কয়লা ও প্রাকৃতিক গ্যাসের মতো ক্ষেত্রগুলিতে ভাল ফলের জেরেই তা সম্ভব হয়েছে। ২০১৭ সালের এপ্রিলে এই আটটি উত্পাদন ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল ২.৬ শতাংশ। গতবছরের এপ্রিলের চেয়ে চলতিবছরে বিদ্যুত্ উত্পাদন ২.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন- শাঁখের করাতে নীতীশ, বিহারে জয়ী 'লালুবাদ'