অসামরিক বিমান পরিবহণে ৪৯ শতাংশে সবুজ সঙ্কেত কেন্দ্রের

অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৪৯ শতাংশ করার সবুজ সঙ্কেত দিল কেন্দ্র।

Updated By: Jan 17, 2012, 09:18 PM IST

অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৪৯ শতাংশ করার সবুজ সঙ্কেত দিল কেন্দ্র। অর্থাত্‍ ভারতের অসামরিক বিমান পরিবহণ সংস্থাগুলিতে ৪৯ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারবে কোনও বিদেশি সংস্থা। মঙ্গলবার অসামরিক বিমান পরিবহণ সংস্থায় বিদেশি বিনিয়োগ নিয়ে একটি বৈঠক করে কেন্দ্রের বিশেষ মন্ত্রিগোষ্ঠী। বৈঠক শেষে কেন্দ্রীয় অসামরিক বিমাণ পরিবহণ মন্ত্রী অজিত সিং জানান, অসামরিক বিমান পরিবহণ সংস্থায় ৪৯ শতাংশ বিদেশি বিনিয়োগে অনুমোদন দিয়েছে অসামরিক বিমান মন্ত্রক। বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বিদেশি বিনিয়োগ ছাড়াও এয়ার ইন্ডিয়ার কর্মীদের বকেয়া বেতন ও ভাতা বাবদ ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হবে বলেও জানান অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী। ঋণের ভারে জর্জরিত এয়ার ইন্ডিয়া, কিংফিশার। বিশেষজ্ঞমহলের মতে, অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে ৪৯ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগের বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্ত অনেকটাই স্বস্তি দিল আর্থিক ক্ষতির সম্মুখীন অসামরিক বিমান সংস্থাগুলিকে।

.