ফেসবুক ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নির্বাচন জিততে চাইছে কংগ্রেস? প্রশ্ন রবিশঙ্করের
ফেসবুকের তথ্য চুরি-কাণ্ডে কংগ্রেসকে নিশানা করল বিজেপি। পাল্টা পদ্মশিবিরকে কাঠগড়ায় তুলল রাহুল গান্ধীর দল।
নিজস্ব প্রতিবেদন: ফেসবুকে ব্যবহারকীরেদর তথ্য ফাঁস-কাণ্ডে রাহুল গান্ধীকে নিশানা করল বিজেপি। কংগ্রেসের সঙ্গে কেমব্রিজ অ্যানালিটিকার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে দিলেন তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
রবিশঙ্কর প্রসাদের প্রশ্ন, নির্বাচনে জিততে তথ্য চুরির উপরে নির্ভর করছে কংগ্রেস? রাহুল গান্ধীর সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলে কেমব্রিজ অ্যানালিটিকার ভূমিকা কী?একইসঙ্গে ফেসবুককেও সতর্ক করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায়, ''সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতের নির্বাচনী ব্যবস্থাকে অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা বরদাস্ত করা হবে না। এটা ফেসবুককে স্মরণ করিয়ে দিলাম।''
Will Congress Party depend on data theft and manipulation to win elections? What is the role of Cambridge Analytica in social media profile of Rahul Gandhi? : Ravi Shankar Prasad, Union Minister of Electronics and Information Technology pic.twitter.com/OgCfg7O91N
— ANI (@ANI) 21 March 2018
রবিশঙ্কর প্রসাদ মনে করিয়ে দেন, ''কংগ্রেসের সঙ্গে তথ্য বিশ্লেষণ সংস্থার যোগ নিয়ে প্রশ্ন উঠছে না। বরং ভারতের গণতান্ত্রিক এবং স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মূল্যবোধ নিয়ে প্রশ্ন উঠেছে। কেমব্রিজ অ্যানালিটিকার সঙ্গে কত তথ্য ফাঁস করেছে কংগ্রেস?''
We support free exchange of ideas on social media but any attempt by social media including FB of trying to influence India's electoral process through undesirable means will not be tolerated. Let Facebook note it very clearly: Ravi Shankar Prasad, Union Minister pic.twitter.com/6ryszflHhR
— ANI (@ANI) 21 March 2018
অভিযোগ, অনুমতি ছাড়াই ৫ কোটি ব্যবহারকারীর ফেসবুকের তথ্য চুরি করেছে কেমব্রিজ অ্যানালিটিকা। সেই তথ্যই ব্রেক্সিট ও ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ব্যবহার করেছিল ওই ব্রিটিশ সংস্থা। গুজরাট নির্বাচনের আগে নির্বাচনী কৌশল ঠিক করতে কংগ্রেস কেমব্রিজ অ্যানালিটিকার সাহায্য নিয়েছিল বলে অভিযোগ করেছে বিজেপি। ওই অভিযোগ উড়িয়ে কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার প্রধান দিব্যা স্পন্দানা বলেন, ''কংগ্রেসের সঙ্গে কেমব্রিজ অ্যানালিটিকার যোগের খবর মিথ্যা। এর মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই। ইরাকে ৩৯ জন ভারতীয়র হত্যা নিয়ে কেন সরকার মিথ্যা কথা বলেছিল? আপনারা তথ্য লুকিয়েছেন। ওই ঘটনা থেকে নজর ঘোরাতেই কংগ্রেসের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।''
News about Congress engaged/engaging with Cambridge Analytica is absolutely false.
— Divya Spandana/Ramya (@divyaspandana) 21 March 2018
Not an iota of truth in this. https://t.co/9zmfVX5VPA
— Divya Spandana/Ramya (@divyaspandana) 21 March 2018
Can you @rsprasad please tell us why your Govt lied to us about the 39 Indians who died in Iraq? You hid the information and now you’re trying to divert attention from the issue by making outrageous allegations against the Congress party. https://t.co/1SzrcjqWCZ
— Divya Spandana/Ramya (@divyaspandana) 21 March 2018
আরও পড়ুন- দক্ষিণে পৃথক রাষ্ট্রের দাবিকে সমর্থন কংগ্রেসের শরিক দলের