শিশু পর্নোগ্রাফি আটকাতে মার্কিন সংস্থার সাহায্য নিচ্ছে সরকার, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Updated By: Jul 18, 2017, 11:37 AM IST
শিশু পর্নোগ্রাফি আটকাতে মার্কিন সংস্থার সাহায্য নিচ্ছে সরকার, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

ওয়েব ডেস্ক: দেশে শিশু পর্নোগ্রাফির সমস্যা মোকাবিলার জন্য আমেরিকার 'ন্যাশানাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিল্ড্রেন' (এনসিএমইসি)-এর সহায়তা নেওয়ার কথা সুপ্রিম কোর্টেকে জানাল কেন্দ্র। শিশু পর্নোগ্রাফির রোখার বিষয়ে ঠিক কী পদক্ষেপ করছে কেন্দ্র তা জানতে চেয়ে দেশের শীর্ষ আদালতে ইতিমধ্যেই জমা পড়েছে পিটিশন। তারপরই কেন্দ্রের থেকে এবিষয়ে জানতে চায় সুপ্রিম কোর্ট। গত ১৪ই জুলাই দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল পিনাকি আনন্দ সুপ্রিম কোর্টকে জানান, সারা দেশে ৩৫২২টি শিশু পর্নোগ্রাফি ওয়েবসাইট ব্লক করে দিয়েছে কেন্দ্র। আর এবার কেন্দ্র জানাল যে, আমেরিকার বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে পরবর্তী কালে এই সমস্যা মোকাবিলার পথ খুঁজতে চাইছে সরকার।

প্রসঙ্গত, নিখোঁজ ও শোষিত শিশুদের বিষয়ে তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজ করে এনসিএমইসি এবং সেইসব তথ্য বিনামূল্যে আমেরিকা সহ ৯৯টি দেশকে বিশেষ সুরক্ষিত মাধ্যমের (চ্যানেল) দ্বারা প্রদান করে আমেরিকার এই অলাভজনক বেসরকারি সংস্থাটি। সরকার জানিয়েছে যে, এনসিএমইসির খবর অনুযায়ী তারা এখন 'সুরক্ষিত মাধ্যম' গড় তুলছে যার মাধ্যমে তথ্য আসবে ভারতের হাতে। আর এই গোটা ব্যবস্থাটা সফল হলে শিশু পর্নোগ্রাফির মোকাবিলা করার কাজে অনেকটাই এগিয়ে যাবে দেশ, জানিয়েছে কেন্দ্র। (আরও পড়ুন- শশীকলার ঘুষকাণ্ডের কথা প্রকাশ্যে এনে বদলি পুলিসকর্তা ডি রূপার)

.