মধ্যপ্রদেশে সবুজ বিপ্লব

গেরুয়া শাসিত রাজ্যে সবুজ বিপ্লব। মাত্র ১২ ঘণ্টায় ১২ জেলায় পোঁতা হল ৬ কোটি ৬৩ লক্ষ গাছ। নর্মদার তীরে এই দুর্লভ সবুজাভিযান করে দেখাল মধ্যপ্রদেশ। রাজ্য সরকারের পরিবেশ কর্মসূচিতে অংশ নিয়ে ১৫ লক্ষ স্বেচ্ছাসেবক এই অসাধারণ কাজের নজির গড়লেন। নর্মদার তীর ধরে বৃক্ষ রোপনের এই মহাযজ্ঞের সাক্ষী হতে অকুস্থলে উপস্থিত ছিলেন গিনিজ ব্যুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা। সম্পূর্ণ নথি নিয়ে যাওয়ার সময়ে তাঁরা কথা দিয়ে গেছেন যে, যদি এটা বিশ্ব রেকর্ড হয়, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা মধ্যপ্রদেশ সরকারকে তা সম্মানের সঙ্গে জানানো হবে। তবে, সম্মান পাওয়া গেল তা নিতান্তই আনুষ্ঠানিক রেকর্ড, সবুজ বিপ্লব ঘটিয়ে মৌলিক পরিবর্তনটা তো করেই ফেলেছে নর্মদার রাজ্য। (আরও পড়ুন- নবদম্পতিদের 'আশীর্বাদ' হিসেবে কন্ডোম 'উপহার' যোগী সরকারের)

Updated By: Jul 6, 2017, 09:21 PM IST
মধ্যপ্রদেশে সবুজ বিপ্লব

ওয়েব ডেস্ক: গেরুয়া শাসিত রাজ্যে সবুজ বিপ্লব। মাত্র ১২ ঘণ্টায় ১২ জেলায় পোঁতা হল ৬ কোটি ৬৩ লক্ষ গাছ। নর্মদার তীরে এই দুর্লভ সবুজাভিযান করে দেখাল মধ্যপ্রদেশ। রাজ্য সরকারের পরিবেশ কর্মসূচিতে অংশ নিয়ে ১৫ লক্ষ স্বেচ্ছাসেবক এই অসাধারণ কাজের নজির গড়লেন। নর্মদার তীর ধরে বৃক্ষ রোপনের এই মহাযজ্ঞের সাক্ষী হতে অকুস্থলে উপস্থিত ছিলেন গিনিজ ব্যুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা। সম্পূর্ণ নথি নিয়ে যাওয়ার সময়ে তাঁরা কথা দিয়ে গেছেন যে, যদি এটা বিশ্ব রেকর্ড হয়, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা মধ্যপ্রদেশ সরকারকে তা সম্মানের সঙ্গে জানানো হবে। তবে, সম্মান পাওয়া গেল তা নিতান্তই আনুষ্ঠানিক রেকর্ড, সবুজ বিপ্লব ঘটিয়ে মৌলিক পরিবর্তনটা তো করেই ফেলেছে নর্মদার রাজ্য। (আরও পড়ুন- নবদম্পতিদের 'আশীর্বাদ' হিসেবে কন্ডোম 'উপহার' যোগী সরকারের)

.