গুজরাটে ক্ষমতা ধরে রাখছে বিজেপি, ইঙ্গিত সমীক্ষার

গুজরাটে কংগ্রেসের চেয়ে এগিয়ে বিজেপি, ইঙ্গিত জনমত সমীক্ষার 

Updated By: Dec 6, 2017, 11:22 PM IST
গুজরাটে ক্ষমতা ধরে রাখছে বিজেপি, ইঙ্গিত সমীক্ষার

নিজস্ব প্রতিবেদন: ২২ বছর পরে গুজরাটে ক্ষমতায় ফিরবে কংগ্রেস? নাকি নিজেদের গড় ধরে রাখতে পারবেন মোদী-শাহ? জনমত সমীক্ষায় মিশ্র ইঙ্গিত মিলছে। তবে বিজেপির পাল্লাভারী। 

মোদীর দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গুজরাট ধরে রাখছে বলে ইঙ্গিত দিয়েছে ইন্ডিয়া টিভি-ভিএমআর-এর সমীক্ষা। তাদের মতে, ১০৬ থেকে ১১৬টি আসন নিয়ে গুজরাট দখলে রাখতে সফল হবেন মোদী-শাহ। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৬৩ থেকে ৭৩টি আসন। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ২-৪ আসন।

আরও পড়ুন- শিবভক্ত রাহুলকে সামলাতে বিজেপির অস্ত্র সেই 'রামভক্তি'

লোকনীতি-সিএসডিএস-এবিপি নিউজের সমীক্ষা আবার দাবি করেছিল, 'গুজরাটি অস্মিতা'র তাস এবার বোধহয় কাজ করবে না। কংগ্রেসের সঙ্গে বিজেপির জোর লড়াইয়ের আভাস দিয়েছে এই সমীক্ষা। তাদের মতে, ১৮২ আসনের গুজরাট বিধানসভায় ৯১-৯১টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ৭৮-৮৬টি আসন। দু'দলই ৪৩ শতাংশ করে ভোট পেতে পারে।

 

.