পড়ন্ত বিকেলে প্রধানমন্ত্রীর ফোন, চমকে গেলেন সাধারণ দোকানি

Updated By: Oct 26, 2017, 05:07 PM IST
পড়ন্ত বিকেলে প্রধানমন্ত্রীর ফোন, চমকে গেলেন সাধারণ দোকানি

নিজস্ব প্রতিবেদন: ভদোদরার এক সাধারণ বিজেপি কর্মীকে ফোন করে চমকে দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনে ওই দলীয় কর্মীকে দীপাবলির শুভেচ্ছা জানান তিনি। ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে সেই ফোনালাপ।

ভাদোদরায় মনোহারি দোকান চালান গোপালভাই গোহিল। গত ১৯ অক্টোবর বিকেল সাড়ে চারটে নাগাদ গোপালভাইকে ফোন করেন মোদী। প্রায় দশ মিনিট চলে ফোনালাপ। ওয়ার্ড-স্তরে বিজেপির সদস্য গোপালভাই। তাঁর দাবি, ২০১১ সালে গুজরাটের তত্কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। ২০১৪ সালে লোকসভা ভোটে মোদীর হয়ে প্রচারও করেছেন।

ফোনে গোপালভাই ও তাঁর স্ত্রীকে দীপাবলির শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এরপর গোপালভাইকে প্রশ্ন করেন, এখনও কি মনোহারি দোকান চালান তিনি? নাকি অন্য কোনও ব্যবসা করছেন? গোপালভাইয়ের জবাব, ভাদোদরার ব্রজ সিদ্ধি টাওয়ারে তাঁর দোকান। প্রধানমন্ত্রী জবাব, তিনি তা জানেন। এরপরই গোপালভাইয়ের প্রশ্ন, কংগ্রেসের অপপ্রচার ঠেকাতে কী করণীয়? প্রধানমন্ত্রী বলেন, ''জনসঙ্ঘের সময় থেকেই এসব করে আসছে কংগ্রেস। এনিয়ে ভাবলে চলবে না। আমাকে তো 'মৌত কা সওদাগর' বলেছিল। নেতিবাচক প্রচার কাজে দেয় না। ভরসা রাখুন। আমাদের সত্ থাকতে হবে।''   

প্রধানমন্ত্রী তাঁর মতো সাধারণ কর্মীকে ফোন করছেন, তা প্রথমে বিশ্বাসই করতে পারেননি গোপালভাই। তাঁর কথায়, ''এটাই ওনার মহত্ গুণ। একবার দেখা হলেই উনি সাধারণ কর্মীদেরও ভোলেন না। আমার তো লটারি বেঁধে গিয়েছে।'' বিজেপি সূত্রে খবর, নতুন প্রযুক্তি ব্যবহার করে কর্মীদের ফোন করছেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে গোপালভাইয়ের ফোনালাপ শুনেছেন প্রায় ২৫ হাজার জন।

আরও পড়ুন,  বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন রুখতে কড়া আইন: প্রধানমন্ত্রী

 

.