বিদায় ২০১৮, স্বাগত ২০১৯
জন্ম নিল ২০১৯...
-রাত, বারোটা।
- যা করতে গেলে বলো করো না। করছি না।
- দাঁত দিয়ে নখ কাটছি না।
- অযথাই পা নাড়াচ্ছি না।
- না বুঝেই ভাব মারছি না। বিশ্বাস কর। করছি না।
- বারোটা এক, চেয়ে দেখ, জানলা খোলা। তার চোখে জল বৃষ্টিভোলা।
- আজ শুধু এটুকুই বলার। শুভ জন্মদিন তোমার... হ্যাঁ, তপুর এই গান দিয়েই জন্ম নিল ২০১৯।
সব প্রতিক্ষার অবসান। ২০১৮-কে বিদায় জানিয়ে ২০১৯-কে স্বাগত জানাল দেশ। দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, কোচি থেকে কলকাতা, সর্বত্র উত্সবে মাতোয়ারা আম জনতা। ভারতের পাশাপাশি নতুন বছরকে একই ভাবে স্বাগত জানাল প্রতিবেশীরাও।
আরও পড়ুন- ৫০০ কেজির আতশবাজিতে প্রথম বর্ষবরণ অকল্যান্ডে
এদিন বিকেল থেকেই সাজো সাজো রূপে ছিল কল্লোলিনী। আর হবে নাই বা কেন, সব হারানোর বেদনা ভুলে নতুনকে যে স্বাগত জানাতে হবে। সেই মতো প্রস্তুতি নিয়েছিল তিলোত্তমাও। এক আকাশ অন্ধকারের তলায়ই জেগে উঠেছিল কলকাতা। টিমটিম করা তারার মতো। বিশেষত পার্কস্ট্রিট। শহর সেজে উঠেছে সাদা নীলে। ফুটপাথ থেকে রাজপথ সর্বত্র আলো আর আলো। এই আবহেই এক সেকেন্ডেই পুরনো হল ২০১৮। আর ওই এক সেকেন্ডেই নতুন হয়ে গেল ২০১৯।