কপিল সিব্বলের বিরুদ্ধে চাঁদনি চক থেকে মনোনয়ন দিলেন হর্ষবর্ধন
দিল্লির চাঁদনি চক কেন্দ্র থেকে আজই মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী হর্ষবর্ধন। দিল্লি বিধানসভায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দিল্লিতে সরকার গড়েনি বিজেপি। দিল্লি সরকারও পড়ে যায়। এবার সেই হর্ষবর্ধন বিজেপি প্রার্থী। আজই নিজের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন হর্ষবর্ধন। এরপর মিছিল করে তিনি মনোয়ন জমা দেন।
দিল্লির চাঁদনি চক কেন্দ্র থেকে আজই মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী হর্ষবর্ধন। দিল্লি বিধানসভায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দিল্লিতে সরকার গড়েনি বিজেপি। দিল্লি সরকারও পড়ে যায়। এবার সেই হর্ষবর্ধন বিজেপি প্রার্থী। আজই নিজের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন হর্ষবর্ধন। এরপর মিছিল করে তিনি মনোয়ন জমা দেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার পর হর্ষবর্ধন বলেন, "এখান থেকেই আমি আমার বড় হয়ে ওঠা। ছেলেবেলার অনেক বন্ধুরা রয়েছেন এখানে। এখান থেকে নির্বাচনে লড়ার সুযোগ আমার কাছে বড়।"
চিকিৎসক রানজনীতিবিদের আশা ভোটে জিতে আধুনিক রাজধানীর ঐতিহাসিক দিকটির রক্ষণাবেক্ষণ ও মানুষের সেবার কাজ করতে পারবেন তিনি।