LIVE UPDATE: হিমাচলে অস্তাচলে কংগ্রেস
হিমাচলপ্রদেশে জোর টক্কর কংগ্রেস-বিজেপির। হিমাচমপ্রদেশে ম্যাজিক ফিগার ৩৫।
নিজস্ব প্রতিবেদন: হিমাচলপ্রদেশে জোর টক্কর কংগ্রেস-বিজেপির। হিমাচমপ্রদেশে ম্যাজিক ফিগার ৩৫।
সিমলায় বিদায়ী মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য ১৩১৬ ভোটে এগিয়ে।
"I am sure in the end Congress will be victorious and form Government in the state" says Vikramaditya Singh, contesting from Shimla Rural #HimachalPradeshElections pic.twitter.com/bmZP0RWeec
— ANI (@ANI) December 18, 2017
Himachal CM Virbhadra Singh's son Vikramaditya leading by 1316 votes in Shimla Rural #HimachalPradeshElections2017
— ANI (@ANI) December 18, 2017
সকাল ৯.৫৭ মিনিটের গণনায় আর্কিতে ১১৬২ ভোটে এগিয়ে বীরভদ্র সিং
EC Offical trends for #HimachalPradeshElections2017: Virbhadra Singh leading by 1162 votes in Arki
— ANI (@ANI) December 18, 2017
সকাল ১০.১৪ মিনিটে গণনা পর্যন্ত বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেম কুমার ধুমাল ১৭০৯ ভোটে সুজানপুরে পিছিয়ে
BJP's CM candidate Prem Kumar Dhumal trailing by 1709 votes from Sujanpur #HimachalPradeshElections
— ANI (@ANI) December 18, 2017
সকাল ৯টা পর্যন্ত গণনার পর ২৯টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২১ টিতে। অন্যান্যরা ১টি আসনে এগিয়ে।
সকাল সাড়ে ৯টা পর্যন্ত গণনায় ৩৩টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২১ টিতে। অন্যান্যরা ১টি আসনে এগিয়ে।
সকাল ৯.৪৩ মিনিট পর্যন্ত গণনায় ৩৬টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২১ টিতে। অন্যান্যরা ৩টি আসনে এগিয়ে।
সকাল ৯.৫০ মিনিট পর্যন্ত গণনায় ৪০টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২২ টিতে। অন্যান্যরা ৪টি আসনে এগিয়ে।
সকাল ১০.৩০ মিনিট পর্যন্ত গণনায় ৪১টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২২ টিতে। অন্যান্যরা ৫টি আসনে এগিয়ে
সকাল ১০.৪৫ মিনিট পর্যন্ত গণনায় ৪২টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২৩ টিতে। অন্যান্যরা ৩টি আসনে এগিয়ে
সকাল ১১টা পর্যন্ত গণনা অনুযায়ী, ৪১টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২৪ টিতে। অন্যান্যরা ৩টি আসনে এগিয়ে
বেলা ১১.০৪ মিনিটে গণনা অনুযায়ী, ৪২টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২২ টিতে। অন্যান্যরা ৪টি আসনে এগিয়ে
বেলা ১১.১৪ মিনিটে গণনা অনুযায়ী, ৪৪টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১৯ টিতে। অন্যান্যরা ৪টি আসনে এগিয়ে
বেলা ১১.৩০ মিনিটে গণনা অনুযায়ী, ৪৫টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১৮ টিতে। অন্যান্যরা ৪টি আসনে এগিয়ে
বেলা ১১.৫১ মিনিটে গণনা অনুযায়ী, ৪৫টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১৯ টিতে। অন্যান্যরা ৩টি আসনে এগিয়ে
বেলা ১২.২৫ মিনিটে গণনা অনুযায়ী, ৪১টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২০ টিতে। অন্যান্যরা ৪টি আসনে এগিয়ে
বেলা ১.২৫ মিনিটে গণনা অনুযায়ী, ৪১টি আসনে এগিয়ে বিজেপি। ২টি জয়ী বিজেপি। কংগ্রেস এগিয়ে ১৯ টি আসনে। ১টি আসনে জয়ী কংগ্রেস। অন্যান্যরা ৪টি আসনে এগিয়ে
বেলা ২.২৭ মিনিটে গণনা অনুযায়ী, ৩৭টি আসনে এগিয়ে বিজেপি। ৩টি জয়ী বিজেপি। কংগ্রেস এগিয়ে ২২টি আসনে। ২টি আসনে জয়ী কংগ্রেস। অন্যান্যরা ৩টি আসনে এগিয়ে, জয়ী ১টায়
বেলা ২.৪৭ মিনিটে গণনা অনুযায়ী, ৩৮টি আসনে এগিয়ে বিজেপি। ৪টি জয়ী বিজেপি। কংগ্রেস এগিয়ে ১৯টি আসনে। ৩টি আসনে জয়ী কংগ্রেস। অন্যান্যরা ৩টি আসনে এগিয়ে, জয়ী ১টায়
বেলা ৩.৩৯ মিনিটে গণনা অনুযায়ী, ৩৪টি আসনে এগিয়ে বিজেপি। ৯টি জয়ী বিজেপি। কংগ্রেস এগিয়ে ১৫টি আসনে। ৬টি আসনে জয়ী কংগ্রেস। অন্যান্যরা ৩টি আসনে এগিয়ে, জয়ী ১টায়
বিকাল ৪.৪৫ মিনিটে গণনা অনুযায়ী, ২৭টি আসনে এগিয়ে বিজেপি। ১৭টি জয়ী বিজেপি। কংগ্রেস এগিয়ে ১১টি আসনে। ১০টি আসনে জয়ী কংগ্রেস। অন্যান্যরা ১টি আসনে এগিয়ে, জয়ী ২টায়
বিকাল ৪.৫৩ মিনিটে গণনা অনুযায়ী, ২৫টি আসনে এগিয়ে বিজেপি। ১৯টি জয়ী বিজেপি। কংগ্রেস এগিয়ে ১১টি আসনে। ১১টি আসনে জয়ী কংগ্রেস। অন্যান্যরা ১টি আসনে এগিয়ে, জয়ী ২টায়
বিকাল ৫.৪০ মিনিটে গণনা অনুযায়ী, ২১টি আসনে এগিয়ে বিজেপি। ২৩টি জয়ী বিজেপি। কংগ্রেস এগিয়ে ৭টি আসনে। ১৪টি আসনে জয়ী কংগ্রেস। অন্যান্যরা ১টি আসনে এগিয়ে, জয়ী ২টায়
বিকাল ৬.০৫ মিনিটে গণনা অনুযায়ী, ১৭টি আসনে এগিয়ে বিজেপি। ২৭টি জয়ী বিজেপি। কংগ্রেস এগিয়ে ৬টি আসনে। ১৫টি আসনে জয়ী কংগ্রেস। অন্যান্যরা ১টি আসনে এগিয়ে, জয়ী ২টায়
আরও পড়ুন: সর্বশেষ ফল জানতে ক্লিক করুন http://zeenews.india.com/bengali