৭০ বছরে কংগ্রেস যা করেনি মাত্র ৭৫ দিনেই করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী, মোদীর প্রশংসায় ‘ইস্পাত-পুরুষ’ অমিত

হরিয়ানার জিন্দে এক জনসভায় অমিত শাহ বলেন, ভোট ব্যাঙ্কের লোভে ৭০ বছরে কংগ্রেস যা করতে পারেনি, মাত্র ৭৫ দিনে করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী

Updated By: Aug 16, 2019, 06:34 PM IST
৭০ বছরে কংগ্রেস যা করেনি মাত্র ৭৫ দিনেই করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী, মোদীর প্রশংসায় ‘ইস্পাত-পুরুষ’ অমিত
ছবি- এএনআই

নিজস্ব প্রতিবেদন: বিজেপির কেউ কেউ অমিত শাহের মধ্যে  সর্দার বল্লভভাই প্যাটেলের ছায়া দেখতে পাচ্ছেন। কেউ বা প্যাটেলের মধ্যে ফারাকও দেখছেন বিজেপির ‘চাণক্যের’ মধ্যে। প্যাটেল যদি ‘লৌহপুরুষ’ হন, তা হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ‘ইস্পাত পুরুষ’। এমনও তুলনা উঠে আসছে কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বিলোপের পর। আজ খোদ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বল্লভভাই প্যাটেলের ‘অখণ্ড ভারতের’ স্বপ্নপূরণ হয়েছে এতদিনে। এই মন্তব্যের মধ্য দিয়ে প্রচ্ছন্ন স্বস্তি খুঁজে পাওয়া যায় তাঁর চোখে মুখে।

হরিয়ানার জিন্দে এক জনসভায় অমিত শাহ বলেন, ভোট ব্যাঙ্কের লোভে ৭০ বছরে কংগ্রেস যা করতে পারেনি, মাত্র ৭৫ দিনে করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী। তবে, অনুচ্ছেদ ৩৭০ বিলোপের সিদ্ধান্তে অমিত শাহকেই সার্টিফিকেট দিতে চান প্রবীণ বিজেপি নেতা বীরেন্দ্র সিং। তাঁর কথায়, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন লৌহপুরুষ। সে সময় ইস্পাত তৈরি হতো না দেশে। কিন্তু এখন ইস্পাতের ব্যবহার হয়। অমিত শাহকে ‘ইস্পাত-পুরুষ’ বলা যেতে পারে।

আরও পড়ুন- সেনা-বায়ু সেনা ঘাঁটিতে হাই অ্যালার্ট জারি, বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা করছে কেন্দ্র

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরও প্যাটেলের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছায়া দেখতে পাচ্ছেন। তাঁর কথায়, প্যাটেলের অখণ্ড ভারতের স্বপ্নপূরণ করলেন অমিত শাহ। আগামী নভেম্বরেই বিধানসভা নির্বাচন হরিয়ানায়। ৯০ আসনের হরিয়ানায় গত বার বিজেপি ৪৭টি আসন পায়। আজ অমিতের প্রত্যয়ী বার্তা ছিল, হরিয়ানায় ফের সংখ্যাগরিষ্ঠতা পেয়েই সরকার গড়বে বিজেপি।  

.