প্রধানমন্ত্রী যাওয়ার আগে ভেঙে পড়ল রাবণের কুশপুত্তলিকা

Updated By: Sep 30, 2017, 07:07 PM IST
প্রধানমন্ত্রী যাওয়ার আগে ভেঙে পড়ল রাবণের কুশপুত্তলিকা

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার ময়দানে পৌঁছনোর  আগেই ভেঙে পড়ল রাবণের কুশপুত্তলিকা।দশেরায় দিল্লির লালকেল্লা ময়দানে প্রতিবছর রাবণ দহন অনুষ্ঠান হয়। এবছরও রাবণের কুশপুত্তলিকা তৈরি রাখা হয়েছিল।

৮০ থেকে ৯০ ফুট লম্বা কুশপুত্তলিকা।কিন্তু প্রধানমন্ত্রী যাওয়ার আগেই ভেঙে পড়ে সেটি। প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করে দিল্লির ধার্মিক লীলা কমিটি। এবারও তারাই আয়োজনের দায়িত্বে। ধার্মিক লীলা কমিটির মুখপাত্র রবি জৈন জানিয়েছেন, প্রবল হাওয়ায় কুশপুত্তলিকাটি উপড়ে যায়।

কুশপুত্তলিকা ভেঙে পড়ায় বিপাকে পড়ে যায় কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি অনুষ্ঠানের অতিথি। তবে বিপর্যয় কাটিয়ে ওঠেন উদ্যোক্তারা। রবি জৈনের দাবি, ঘটনাটি খুব ছোট। কেউ জখম হননি। তবে দিল্লি পুলিশের দাবি, ঘটনায় দুজন আহত হয়েছেন।   

আরও পড়ুন, দেশের পাঁচটি রাজ্য পেল নতুন রাজ্যপাল

.