চিনে নিন নতুন পাঁচশো টাকার নোট
নতুন পাঁচশো টাকা তো আসছে বাজারে। তার আগে জেনে নিন কী করে চিনবেন যে সেটা আসল এবং নতুন- নোট চিনুন (৫০০)
ওয়েব ডেস্ক: নতুন পাঁচশো টাকা তো আসছে বাজারে। তার আগে জেনে নিন কী করে চিনবেন যে সেটা আসল এবং নতুন- নোট চিনুন (৫০০)
১. স্বচ্ছ রেজিস্টার। আলোয় ধরলে টাকার অঙ্ক 500 স্পষ্ট দেখা যাবে
২. ল্যাটেন্ট ইমেজ চোখে 45 % কোণে ধরলে টাকার অঙ্ক 500 স্পষ্ট দেখা যাবে
3. দেবনাগরি হরফে লেখা টাকার অঙ্ক 500
৪. নোটের কেন্দ্রে মহাত্মা গান্ধীর ছবি
৫. সিকিওরিটি থ্রেড। নোট বাঁকালে সবুজ থেকে নীল হয়ে যাবে রঙ
৬. গ্যারান্টি ক্লজ, RBI গভর্নরের সই, ঋণপত্রের স্বীকৃতি, ডানে হেলে থাকা RBI এমব্লেম
৭. মহাত্মা গান্ধীর ছবি ও ইলেক্ট্রটাইপ (500) জলছবি
৮. নম্বর প্যানেল। ছোট থেকে বড় হচ্ছে নম্বর
৯. টাকার অঙ্ক টাকার চিহ্ন সহ। কৌণিক অবস্থানে সবুজ থেকে নীল হবে রঙ
১০. অশোক স্তম্ভের ছবি
(দৃষ্টিহীনদের ছবি)
১১. মহাত্মা গান্ধীর 'উঁচু করা' প্রিন্ট, অশোক স্তম্ভের ছবি, আইডেন্টিফিকেশন মার্ক
১২. বৃত্ত তাতে 500 লেখাটি 'উঁচু করা' প্রিন্ট
১৩. ডান ও বাঁদিকে পাঁচটি 'উঁচু করা' কৌণিক লাইন
পিছন দিকে দেখে নিন-
আরও পড়ুন- নোট বাতিল ঘোষণার পর কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক
১৪. কোন সালে ছাপা হয়েছে তা লেখা
১৫. স্বচ্ছ ভারত লোগো ও স্লোগান
১৬. কেন্দ্রের কাছাকাছি বিভিন্ন ভাষায় লেখা নোট
১৭. লালকেল্লার ছবি
১৮. দেবনাগরি হরফে লেখার টাকার অঙ্ক 500