'নিজেকে প্রায় বিকিয়ে দিয়েছিলাম আমি', বারবার যৌন হেনস্থার শিকার হয়ে বললেন সোফিয়া

Updated By: Oct 24, 2017, 07:15 PM IST
'নিজেকে প্রায় বিকিয়ে দিয়েছিলাম আমি', বারবার যৌন হেনস্থার শিকার হয়ে বললেন সোফিয়া

নিজস্ব প্রতিনিধি:  তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। তিনি মডেল সোফিয়া হায়াত। কিন্তু এবার নিজের সম্পর্কেই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন তিনি। প্রকাশ্যেই জানালেন, জীবনের ক'বার যৌন হেনস্থার শিকার হয়েছেন এই মডেল। পরিবারের কার কাছে জীবনে প্রথমবার নিগৃহীত হতে হয়েছিল তাঁকে, জানিয়ে দিলেন তাও। জানালেন, তাঁর প্রথম বিয়ের অনভিপ্রেত অভিজ্ঞতাও।

টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত খবর অনুযায়ী, সোফিয়া হায়াত দশ বছর বয়সে প্রথমবার যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। পরিবারের ঘনিষ্ঠ সদস্য, নিজের কাকার হাতেই লাঞ্ছিত হতে হয়েছিল তাঁকে। এক বছর ধরে ওই কাকা তাঁকে যৌন হেনস্থা করেছিল বলে অভিযোগ সোফিয়ার। এখানেই শেষ নয়, ১৮ বছর বয়সে পরিবারের আরও এক সদস্যের কাছে বিকৃত যৌন লালসার শিকার হতে হয়েছিল সোফিয়াকে। অভিযোগ, সোফিয়াকে একলা ঘরে পেয়ে ওই সদস্য নিজেকে উন্মুক্ত করেছিলেন, তাঁকে যৌনকাজে লিপ্ত হতে বাধ্য করেছিলেন। সোফিয়ার কথায়, ''আমি এতদিন মুখ বুজে ছিলাম। কাউকে কিছুই বলিনি। কারণ আমি চাইনি ওই ব্যক্তির ঘৃণ্য কাজের জন্য যাতে তাঁর সন্তানকে কখনও অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখীন না হতে হয়।''

আরও পড়ুন: শেল কোম্পানি নিষিদ্ধ করে উদ্ধার ১ কোটি ডলার, দাবি সরকারের

এরপর টিভি ইন্ডাস্ট্রিতেও একাধিকবার যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল বলে অভিযোগ করেছেন সোফিয়া। তাঁর অভিযোগ, কর্মজীবনের শুরুতে এক প্রযোজক তাঁকে যৌন হেনস্থা করেছিল। পানীয়ের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে তাঁকে আচ্ছন্ন করে অশালীন কাজ করা হয়েছিল বলে অভিযোগ। এরপর তিনি যখন লন্ডনে ছিলেন, তখন বেশ কয়েকবার এই ঘৃণ্য অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাঁকে।

তবে জীবনের সবচেয়ে জঘন্য অভিজ্ঞতা হয়েছিল তাঁর প্রাক্তন স্বামীর কাছ থেকে। তাঁর কথায়, ''আমার প্রাক্তন স্বামী আমার সঙ্গে সবচেয়ে জঘন্য কাজটি করেছিলেন। আমাকে যৌনপল্লিতে নিয়ে গিয়ে আমার সামনেই অন্য মহিলার সঙ্গে যৌনতায় লিপ্ত হতেন তিনি। আমাকে ওই ঘরে বসেই তা দেখতে হত। এর থেকে অবমাননাকর আর কিছু কি হতে পারে? '' প্রত্যেকে মহিলাকে নিজেদের নিরাপত্তা নিয়ে আরও সচেতন হতে পরামর্শ দিয়েছেন সোফিয়া। সঙ্গে এও বলেছেন যাতে মহিলারা তাঁদের জীবনসঙ্গী সঠিকভাবে ভেবে-চিন্তে নির্বাচন করেন। 

আরও পড়ুন: জখম পথচারীর জীবন বাঁচালেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী

.