তামিল নববর্ষে দু'হাজারি নোটে সাজল মন্দিরের গর্ভগৃহ
তামিল নববর্ষে মন্দিরে যাওয়ার চল রয়েছে তামিলনাড়ুতে।
নিজস্ব প্রতিবেদন: তামিল নববর্ষে কোটি টাকায় সাজল মন্দিরের গর্ভগৃহ। তামিলনাড়ুর কোয়েম্বাত্তুরে শ্রী মুথুমারিয়াম্মান মন্দিরে বিগ্রহকে সাজাতে লেগেছে ৪ কোটি টাকা মূল্যের নোট।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ২০০, ৫০০ ও ২০০০ টাকার নোট দিয়ে সাজানো হয়েছে গর্ভগৃহ। বহুমূল্যের রত্ন ও হিরে ব্যবহার করা হয়েছে। মোট ৪ কোটি টাকা মূল্যের নোট ব্যবহার করা হয়েছে। রত্ন ও হিরের মূল্য ১ কোটি টাকা।
Coimbatore: Idol at Sri Muthumariamman Temple decorated with currency worth Rs 4 Crores and diamonds & pearls worth Rs 1 Crore, on the occasion of Tamil new year. pic.twitter.com/YxNv0yIKUA
— ANI (@ANI) April 14, 2018
তামিল নববর্ষে মন্দিরে যাওয়ার চল রয়েছে। প্রতিবছরই এদিন প্রচুর ভক্ত সমাগম হয় ঐতিহ্যবাহী শ্রী মুখুমারিয়াম্মান মন্দিরে।সকালে স্নান করেই মন্দিরে পুজো দেন তামিলরা।