তিন তালাকের পর নিকাহ হালালা বন্ধে মত দিতে চলেছে মোদী সরকার
তিন তালাকের পর এবার সুপ্রিম কোর্টে 'নিকাহ হালালা' প্রথার বিরোধিতা করবে কেন্দ্রীয় সরকার।
নিজস্ব প্রতিবেদন: তিন তালাকের পর এবার সুপ্রিম কোর্টে 'নিকাহ হালালা' প্রথার বিরোধিতা করবে কেন্দ্রীয় সরকার। আইনমন্ত্রকের এক সিনিয়র আধিকারিকের কথায়, আগামিদিনে শীর্ষ আদালতে এই মামলার শুনানিতে সরকার নিজের অবস্থান তুলে ধরবে।
কেন্দ্রীয় সরকারের যুক্তি, নিকাহ হালালা প্রথা মানবাধিকার ও লিঙ্গ সাম্যের মূল নীতির বিরোধী। গত মার্চে বহুবিবাহ ও নিকাহ হালালা নিয়ে কেন্দ্রকে নোটিস পাঠায় শীর্ষ আদালত।তিন তালাকের ক্ষেত্রে সরকারের যে অবস্থান ছিল, সেই অবস্থানই নিকাহ হালালার ক্ষেত্রে নিতে চলেছে কেন্দ্র।
গতবছর তাত্ক্ষণিক তিন তালাককে অসাংবিধানিক আখ্যা দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে লোকসভায় বিল পাশ করায় কেন্দ্রীয় সরকার। তবে রাজ্যসভায় থমকে রয়েছে সেই বিল। নতুন আইনে মৌখিক, লিখিত, ইমেল, হোয়াটসঅ্যাপ বা এসএমএসের মাধ্যমে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ বেআইনি। আইনভঙ্গকারীর তিন বছর পর্যন্ত জেল হতে পারে।