‘চার বছরে দেশ অনেক বদলে গিয়েছে’
লালকেল্লায় তাঁর ভাষণে বললেন মোদী। শিক্ষা থেকে স্বাস্থ্য, নিকাশি থেকে রান্নার গ্যাসের সংযোগ-সবই উঠে এল তাঁর কথায়
নিজস্ব প্রতিবেদন: দেশের ৭২তম স্বাধীনতা দিবসে জাতীর উদ্দেশ্যে ভাষণে এনডিএ সরকারের একাধিক সাফল্যের কথা টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদ্যুৎ থেকে নিকাশি, রান্নার গ্যাসের সংযোগ থেকে অপটিক্যাল ফাইবার, ব্যবসা থেকে শিক্ষা, মহাকাশ অভিযান সবই উঠে এল তাঁর ভাষণে।
কী বললেন প্রধানমন্ত্রী-
সুপ্রিম কোর্টে এই প্রথম তিন মহিলা বিচারপতি নিযুক্ত হয়েছেন। স্বাধীনতার পর এই প্রথম কোনও মন্ত্রিসভাতেও এতজন মহিলা সদস্য রয়েছেন।
তিন তালাকের মতো প্রথা মুসলিম মহিলাদের ওপরে এক অবিচার। আমরা এই প্রথা বিলোপ করব। কিন্তু কিছু মানুষ তা চাইছে না। মুসলিম মহিলাদের কাছে আমার প্রতিশ্রুতি, তাঁদের প্রতি ন্যায়বিচার করা হবে।
জম্মু ও কাশ্মীরের গ্রামীণ এলাকার উন্নতিতে বিশেষ প্রকল্প ঘোষণা প্রধানমন্ত্রীর।
কাশ্মীর সমস্যা সমাধানে অটল বিহারী বাজপেয়ীর দেখানো পথেই পদক্ষেপ নেওয়া হবে।
ত্রিপুরা ও মেঘালয়ের সব জেলা ও অরুণাচল প্রদেশের কিছু অংশ থেকে আফস্পা তুলে নেওয়া হয়েছে।
সেনাবাহিনীতে শর্টসার্ভিস কমিশনে নিযুক্ত মহিলারা পুরুষদের মতো সমান যুযোগ পাবেন।
সরকারি কাজে স্বচ্ছতা আনার জন্য বিভিন্ন ক্ষেত্রে কাজ অনলাইনে করার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে দালালরা নির্মূল হয়েছে।
জিএসটি চালু হওয়ার এক বছরের মধ্যে প্রত্যক্ষ করদাতাদের সংখ্যা ৭০ লাখ থেকে বেড়ে ১ কোটি ১৬ লাখ হয়েছে।
দেশের করদাতারাই গরিব মানুষদের জন্য খাবাবের ব্যবস্থা করেছেন।
The honest Indian taxpayer has a big role in the progress of the country. It is due to them that so many people are fed, the lives of the poor are transformed: PM Narendra Modi #IndependenceDayIndia
— ANI (@ANI) August 15, 2018
রেশন দোকান খাদ্যশস্য বাজারে চলে যাওয়া বন্ধ করা হয়েছে।
দেশের ৬ কোটি ভুয়ো কর্মচারীকে চিহ্নিত করে তাদের বাতিল করা হয়েছে। এভাবে সরকার ৯০,০০০ কোটি টাকা বাঁচিয়েছে।
২৫ সেপ্টেম্বর আসছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম দিনে তা জাতীর উদ্দেশ্যে উৎসর্গ করা হবে।
Pradhan Mantri Jan Arogya Abhiyaan will be launched on 25th September this year. It is high time we ensure that the poor of India get proper access to good quality and affordable healthcare: PM Modi pic.twitter.com/TDIc5qwnsx
— ANI (@ANI) August 15, 2018
২০২২ সালের মধ্যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে ভারতের।
দেশের বিজ্ঞানীদের জন্য আমরা গর্বিত। তাদের গবেষণায় আমরা উপকৃত হচ্ছি। ২০২২ বা তার আগেই মহাকাশে আমার তেরঙ্গা ওড়াব।
India is proud of our scientists, who are excelling in their research and are at the forefront of innovation. In the year 2022 or if possible before, India will unfurl the tricolour in space: PM Narendra Modi #IndiaIndependenceDay pic.twitter.com/MwvBXmUY8x
— ANI (@ANI) August 15, 2018
সেনাদের ওয়ান ম্যান, ওয়ান পেনশন এর বিষয়টি বহুদিন ধরেই পড়েছিল। আমরা এনিয়ে সিদ্ধান্ত নিতে পেরেছি। দেশের স্বার্থে আমরা যেকোনও সিদ্ধান্ত নেব।
২০২২ সাল বা তার আগে মহাকাশে মানুষ পাঠাবে ভারত।
ভারত এখন সংস্কারের দেশ, আর্থিক উন্নতির দিক থেকে ভারত নতুন নতুন রেকর্ড করছে।
বিশ্বের যে জায়গাতেই কোনও ভারতীয় থাকুন না কেন তাঁরা জানেন বিপদে পড়লে দেশ তাঁদের পাশে দাঁড়াবে।
বিশ্বের একাধিক সংস্থায় ভারত তার জায়গা করে নিয়েছে। ভারতের পাসপোর্টকে এখন বিশ্বে মর্যাদার সঙ্গে দেখা হয়।
বিশ্ব এখন বিশ্বাস করে ভারত দুনিয়াকে পথ দেখাতে পারে।
ফসলের দাম বাড়ানোর বিষয়টি বহুদিন ধরেই পড়েছিল। এনিয়ে সরকার শেষপর্যন্ত সিদ্ধান্ত নিতে পেরেছে।
প্রথমদিকে জিএসটি নিয়ে কুন্ঠা থাকলেও দেশের ব্যবসায়ীরা তা গ্রহণ করেছেন। দেশের উন্নতিতে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
#WATCH: PM Narendra Modi addresses the nation from the Red Fort in Delhi. #IndependenceDayIndia https://t.co/G1rLxtfBrY
— ANI (@ANI) August 15, 2018
ট্রাক্টর বিক্রি, মোবাইল ফোনের বিক্রি নতুন রেকর্ড ছুঁয়েছে। ভারত এখন বিদেশ থেকে উন্নত বিমান কিনছে।
২০১৪ সাল থেকে দেশে স্বচ্ছতা, বিদ্যুতায়ন, রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার ক্ষেত্রে বড়সড় কাজ হয়েছে। চার বছরে বদলে গিয়েছে দেশ।
ভারতীয় নৌসেনার ৬ মহিলা অফিসার জলপথে দুনিয়া পরিক্রমা করে ফিরেছেন।
আজ আমার যখন স্বাধীনতা দিবস পালন করছি তখন বিশ্ব স্বীকার করে নিচ্ছে আর্থিক উন্নতির দিক থেকে ভারতের স্থান ষষ্ঠ।
দেশ আজ নতুন উদ্দমে এগিয়ে চলেছে।
উত্তরপূর্ব ভারত এখন দিল্লির আরও কাছাকছি এসেছে।