রেকর্ড সংখ্যক বাচ্চার জন্ম, 2021-এর প্রথম দিনই World record ভারতের

সারা দুনিয়ার মধ্যে ভারতে ওই দিন সব থেকে বেশি শিশুর জন্ম হয়েছে।

Updated By: Jan 5, 2021, 03:57 PM IST
রেকর্ড সংখ্যক বাচ্চার জন্ম, 2021-এর প্রথম দিনই World record ভারতের

নিজস্ব প্রতিবেদন- নতুন বছরের (New Year) প্রথম সারা দুনিয়ায় এখনও পর্যন্ত 3,71,500-র বেশি শিশুর জন্ম হয়েছে। তবে সারা দুনিয়ার মধ্যে ভারতে ওই দিন সব থেকে বেশি শিশুর জন্ম হয়েছে। 2021-এর প্রথম দিনে ভারতে 60,000 শিশুর জন্ম হয়েছে। যা কি না World record. UNICEF-এর দেওয়া তথ্য অনুসারে, 2021-এর শুরুতে সবার প্রথমে শিশুর জন্ম হয় ফিজিতে। আর 3,71,504 নম্বর শিশুটির জন্ম হয়েছিল আমেরিকাতে।

নতুন বছরের প্রথম দিন সারা বিশ্বে জন্ম নেওয়া বাচ্চাদের মধ্যে অর্ধেকই এই ১০টি দেশে জন্মেছে- ভারত (59,995), চিন (35,615), নাইজেরিয়া (21,439), পাকিস্তান (14,161), ইন্দোনেশিয়া (12,336), ইথিওপিয়া (12,006), আমেরিকা (10,312), মিশর (9,455), বাংলাদেশ (9,236) ও কঙ্গো (8,640)।  রাষ্ট্রসংঘ (UN) আন্দাজ করছে, চলতি বছরে সারা বিশ্বে ১.৪০ কোটি বাচ্চা জন্মাতে পারে। তবে রাষ্ট্রসংঘ প্রতিটি দেশে জন্মানো বাচ্চাদের স্বাস্থ্যসুরক্ষার দিকে নজর রাখবে বলে জানিয়েছে। 

আরও পড়ুন-  Bird Flue-র আতঙ্ক, মুরগির মাংস-ডিমের দোকান বন্ধ রাখার নির্দেশ Mandsaur-এ

২০২১-এ UNICEF-এর প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্ণ হল। এই উপলক্ষে UNICEF ও তাদের সহযোগী সংস্থাগুলি বিভিন্ন দেশে যুদ্ধপীড়িত ও অসুখে আক্রান্ত মানুষদের রক্ষায় তাদের লড়াই এবং মানবাধিকার রক্ষায় একাধিক উদ্যোগের উদযাপন করবে। এই উপলক্ষে মানুষের স্বার্থে একাধিক নতুন উদ্যোগও নেওয়া হবে বলে জানিয়েছে UNICEF. এমনকী করোনা মহামারীর সময়ও বিভিন্ন দেশে মানুষের জন্য রাস্তায় নেমে কাজ করেছিলেন UNICEF-এর কর্মীরা। ভবিষ্যতেও তারা এভাবেই মানুষের পাশে থাকবেন বলে অঙ্গীকার করেছেন। 

.