শেষ এক দশকে যে দেশের নাগরিকদের আয় সবথেকে বেশি বাড়ল

Updated By: May 11, 2016, 09:54 AM IST
শেষ এক দশকে যে দেশের নাগরিকদের আয় সবথেকে বেশি বাড়ল

ওয়েব ডেস্ক: ২০০৫ থেকে ২০১৫, এই এক দশকে ৪০০ শতাংশ আয় বেড়েছে ভারতীয় নাগরিকদের, এই রিপোর্ট দিয়েছে নিউ ওয়ার্ল্ড ওয়েলথ। ভারতের সঙ্গেই এই একই পরিমাণ আয় বেড়েছে চিন ও ভিয়েতনামের নাগরিকদের। ৪০০ শতাংশ আয় বৃদ্ধিই এখনও পর্যন্ত সর্বাধিক। আয় কমেছে ইউরোপের নাগরিকদের। শতাংশের হারে তা প্রায় ৫ %। অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞদের মতে ইউরোপে এই মন্দার অন্যতম প্রধান কারণ ২০০৮ সালে বিশ্বে আর্থিক মন্দা, যার প্রভাব সবথেকে বেশি পড়েছিল ইউরোপেই।  

১০০ শতাংশ আয় বেড়েছে অস্ট্রেলিয়ার নাগরিকদের। ৫০ শতাংশ আয় বেড়েছে কানাডার নাগরিকদের। 

.