জুনেই সবচেয়ে শক্তিশালী রকেটটি উত্ক্ষেপণ করতে চলেছে ISRO

SAARC গোষ্ঠীভুক্ত দেশগুলিকে উপগ্রহ উপহারের পর নয়া উদ্যোগ ISRO-র। সম্ভবত জুনেই ভারতের সবচেয়ে শক্তিশালী রকেটটি উত্ক্ষেপণ করতে চলেছে ISRO। সেই লক্ষ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জোরকদমে প্রস্তুতি। আগেই পরীক্ষামূলক উত্ক্ষেপণে এসেছে সাফল্য।

Updated By: May 14, 2017, 06:25 PM IST
জুনেই সবচেয়ে শক্তিশালী রকেটটি উত্ক্ষেপণ করতে চলেছে ISRO

ওয়েব ডেস্ক : SAARC গোষ্ঠীভুক্ত দেশগুলিকে উপগ্রহ উপহারের পর নয়া উদ্যোগ ISRO-র। সম্ভবত জুনেই ভারতের সবচেয়ে শক্তিশালী রকেটটি উত্ক্ষেপণ করতে চলেছে ISRO। সেই লক্ষ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জোরকদমে প্রস্তুতি। আগেই পরীক্ষামূলক উত্ক্ষেপণে এসেছে সাফল্য।

জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল-মার্ক III (GSLV Mk III) ওজনে ৬৪০ টন। এই রকেটের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল- এর প্রধান ও বিশালাকার ক্রায়োজেনিক ইঞ্জিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছেন ভারতীয় বিজ্ঞানীরা।

বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর কে সিভান বলেন, "১২ বছরের পরিশ্রমের ফল সম্ভবত জুনেই পাওয়া যাবে। GSAT-১৯ উপগ্রহ নিয়ে মহাকাশে উড়ে যাবে GSLV Mk III"।

আরও পড়ুন,

.