Dosa: 'হট সিটে' বানানো হচ্ছে দোসা; লাগছে না আভেন বা বাসনপত্রও! ব্যাপার কী?

প্রতিদিনই তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যাচ্ছে, অতিক্রমও করছে কখনও কখনও। তীব্র সেই দাবদাহে তামিলনাড়ুর বাসিন্দা হর্ষ গোয়েনকা ভিন্ন ধরনের কিছু করতে চেয়েছিলেন।

Updated By: Jun 7, 2022, 06:56 PM IST
 Dosa: 'হট সিটে' বানানো হচ্ছে দোসা; লাগছে না আভেন বা বাসনপত্রও! ব্যাপার কী?

নিজস্ব প্রতিবেদন: সোলার লাইট হতে পারে, সোলার চুল্লিও হয়, তাই বলে সরাসরি রোদে রান্না? না, এতটা কর্মসক্ষমতার পরিচয় সম্ভবত আগে কেউ দেননি। দিলেন তামিলনাড়ুর এক ব্যক্তি। তিনি স্রেফ রোদের তাপে বানিয়ে ফেললেন আস্ত এক দোসা।

দুপুরের খাঁ খাঁ রোদে সড়কের পাশে একটি স্কুটার রাখা। প্রচণ্ড গরমে রোদের তাপে স্কুটারটির সিট উঠেছিল তেতে। আর তাতেই হর্ষ গোয়েঙ্কা বানিয়ে ফেললেন দোসা। রান্নার জন্য কোনো বাসনপত্র লাগল না! ঘটনাটি ঘটেছে সোমবার। তামিলনাড়ু-সহ বিভিন্ন রাজ্যে দারুণ গরম পড়েছে। প্রতিদিনই তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যাচ্ছে, অতিক্রমও করছে কখনও কখনও। তীব্র সেই দাবদাহে তামিলনাড়ুর বাসিন্দা হর্ষ গোয়েনকা ভিন্ন ধরনের কিছু করতে চেয়েছিলেন। সেই ভাবনা থেকেই তিনি রোদের তাপে দোসা বানানোর কথা ভেবেছিলেন।

রোদের তাপে দোসা বানানোর পুরো প্রক্রিয়াটি ভিডিয়ো করেন গোয়েনকা। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন। তাঁর ভিডিয়োটি ৩০ হাজারের বেশিবার দেখা হয়েছে। অনেকেই প্রশংসা করেছেন গোয়েনকার এমন ব্যতিক্রমী চিন্তা ও কাজের।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Florida: দু'বছরের ছেলের গুলিতে মৃত্যু বাবার

.