কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ জারি করল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস
কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ জারি করল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। চিঠি দিয়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে নির্দেশ জানিয়ে দিয়েছে আদালত। পাক সামরিক আদালত চরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেয় যাদবকে। এর প্রতিবাদে আন্তর্জাতিক মঞ্চে সরব হয় ভারত।
ওয়েব ডেস্ক : কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ জারি করল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। চিঠি দিয়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে নির্দেশ জানিয়ে দিয়েছে আদালত। পাক সামরিক আদালত চরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেয় যাদবকে। এর প্রতিবাদে আন্তর্জাতিক মঞ্চে সরব হয় ভারত।
ভারতের যুক্তি প্রাক্তন নৌসেনা অফিসার যাদব অবসরের পর ইরানে ব্যবসা করছিলেন। সেখান থেকে পাকিস্তান তাঁকে অপহরণ করে। ইসলামাবাদ ভিয়েনা কনভেনশনের নিয়ম ভাঙছে বলে আন্তর্জাতিক আদালতে সবর হয় ভারত।
পাকিস্তানের পাল্টা দাবি ছিল বালোচিস্তান থেকে তাঁরা গ্রেফতার করেছে RAW এজেন্ট যাদবকে। তবে আন্তর্জাতিক আদালতে ইসলামাবাদের কোনও যুক্তিই ধোপে টেঁকেটি। ভারতের হয়ে সওয়াল করেন আইনজীবী হরিশ সাদভে।
মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ জারি নির্দেশ কুলভূষণের পরিবারকে দেওয়া হয়েছে বলে, জানিয়েছেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ।