দেশে পৃথক রেল বাজেট কী উঠতে চলল? 'ইঙ্গিত' সেইরকমই!

আলাদা করে রেল বাজেট পেশের ঐতিহ্য কি অদূর ভবিষ্যতেও অটুট থাকবে? প্রশ্ন তুলে দিয়েছে নীতি আয়োগ প্যানেলের একটি সুপারিশ। বিবেক দেবরায়ের নেতৃত্বাধীন প্যানেল সাধারণ বাজেটের মধ্যেই রেল বাজেটকে রাখার প্রস্তাব দিয়েছে। দুটি বাজেটকেই এক ছাতার তলায় আনা যায় কিনা, প্রধানমন্ত্রীর দফতর থেকেই তা খতিয়ে দেখতে বলা হয়। নীতি আয়োগ প্যানেলের রিপোর্টের পর, ব্রিটিশ জমানা থেকে চলে আসা রেল বাজেট পেশের ঐতিহ্য অচিরেই বন্ধ হতে পারে।

Updated By: Jun 23, 2016, 09:25 AM IST
দেশে পৃথক রেল বাজেট কী উঠতে চলল? 'ইঙ্গিত' সেইরকমই!

ওয়েব ডেস্ক: আলাদা করে রেল বাজেট পেশের ঐতিহ্য কি অদূর ভবিষ্যতেও অটুট থাকবে? প্রশ্ন তুলে দিয়েছে নীতি আয়োগ প্যানেলের একটি সুপারিশ। বিবেক দেবরায়ের নেতৃত্বাধীন প্যানেল সাধারণ বাজেটের মধ্যেই রেল বাজেটকে রাখার প্রস্তাব দিয়েছে। দুটি বাজেটকেই এক ছাতার তলায় আনা যায় কিনা, প্রধানমন্ত্রীর দফতর থেকেই তা খতিয়ে দেখতে বলা হয়। নীতি আয়োগ প্যানেলের রিপোর্টের পর, ব্রিটিশ জমানা থেকে চলে আসা রেল বাজেট পেশের ঐতিহ্য অচিরেই বন্ধ হতে পারে।

আরও পড়ুন- রেলের ইতিহাসে এইটাই প্রথম যা আজ হাওড়া স্টেশনে হল

প্রসঙ্গত, এতকাল ধরে ঠিক সাধারণ বাজেট পেশের আগের দিনে পৃথক রেল বাজেট পেশ করে এসেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রীরা। ভারতীয় রেলওয়েকে 'লাইফ লাইন অফ নেশন' বলা হয়ে থাকে এর অনস্বীকার্য গরুত্বের কথা মথায় রেখে। সেই রেলওয়ে বাজেট যদি সাধারণ বাজেটের মধ্যেই ঢুকে যায় সেক্ষেত্রে রেলে বরাদ্দ বা নতুন প্রকল্পেরমতো বিষয় গুলো কতটা গুরুত্ব পাবে এ নিয়ে ধন্দে রয়েছে সংশ্লিষ্ট মহল। যদিও গোটা বিষয়টা ঠিক কী হতে চলেছে সে বিষয়ে সরকারের তরফ থেকে এখনও কোনও সুনির্দিষ্ট বিবৃতি আসেনি।

.