এই ২৮৫ জন ভারতীয়ের মধ্যে আপনার নাম নেই তো?

ফের একবার 'কিল লিস্ট' প্রকাশ করল ISIS। দ্বিতীয় এই তালিকায় নতুন করে আরও প্রায় ৪০০০ মানুষের নাম প্রকাশ করেছে ISIS। তাদের খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

Updated By: Jun 23, 2016, 09:33 PM IST
এই ২৮৫ জন ভারতীয়ের মধ্যে আপনার নাম নেই তো?
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : ফের একবার 'কিল লিস্ট' প্রকাশ করল ISIS। দ্বিতীয় এই তালিকায় নতুন করে আরও প্রায় ৪০০০ মানুষের নাম প্রকাশ করেছে ISIS। তাদের খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

এক্সেল শিটে তৈরি করা হয়েছে দ্বিতীয় এই তালিকাটি। তালিকায় রয়েছে ১৮টি দেশ থেকে মোট ৪৬৮১ জন নাগরিকের নাম। বেশিরভাগ নাগরিকরাই আমেরিকা, ব্রিটেন, কানাডা ও ফ্রান্সের। সেইসঙ্গে তালিকায় রয়েছে ২৮৫ জন ভারতীয়ের নামও।

আরও পড়ুন, সিদ্ধার্থ ধরের পর ফের আইসিস-এর ভিডিওতে ভারতীয় ছাত্র

এর আগে গত সপ্তাহেও ৮৩১৮ জনের একটি তালিকা প্রকাশ করেছিল ISIS। সেখানে আমেরিকা, কানাডা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার নাগরিকই বেশি ছিলেন।

নতুন করে আবার ISIS-এর 'কিল লিস্ট' সামনে আসতেই নড়েচড়ে বসেছেন গোয়েন্দারা।

.