নারীর অধিকার রক্ষায় জোর সওয়াল সুপ্রিম কোর্টের

গর্ভপাত নিয়ে দেশজোড়া বিতর্কের মাঝে নারীর অধিকার রক্ষায় জোর সওয়াল সুপ্রিম কোর্টের বিচারপতির। সন্তানের জন্ম, গর্ভপাত অথবা গর্ভধারণ রোধের অধিকার একমাত্র নারীর। দিল্লিতে একটি অনুষ্ঠানে এমনই মতপ্রকাশ করলেন শীর্ষ আদালতের বিচারপতি এ কে সিকরি।

Updated By: Feb 11, 2017, 10:51 PM IST
নারীর অধিকার রক্ষায় জোর সওয়াল সুপ্রিম কোর্টের

ওয়েব ডেস্ক : গর্ভপাত নিয়ে দেশজোড়া বিতর্কের মাঝে নারীর অধিকার রক্ষায় জোর সওয়াল সুপ্রিম কোর্টের বিচারপতির। সন্তানের জন্ম, গর্ভপাত অথবা গর্ভধারণ রোধের অধিকার একমাত্র নারীর। দিল্লিতে একটি অনুষ্ঠানে এমনই মতপ্রকাশ করলেন শীর্ষ আদালতের বিচারপতি এ কে সিকরি।

আরও পড়ুন- ১৮ বছরের কমবয়সি কাউকে অ্যাসিড বিক্রি করা যাবে না: সুপ্রিম কোর্ট

নারীর অধিকার এবং সমাজে পুরুষের আধিপত্য এবং পরিবারে নারীর ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নিয়ে একটি আলোচনাসভায় একথা বলেন সিকরি। তিনি বলেন, একবিংশ শতাব্দীতে যখন প্রযুক্তি এত এগিয়ে গিয়েছে, মহাকাশে যাচ্ছে মানুষ, তখনও নারী মানবিকতার স্বাদ থেকে বঞ্চিত। এটাই কঠোর বাস্তব। পরিবারে সন্তান জন্মের ক্ষেত্রে এখনও স্বামী বা বাড়ির বড়দের ইচ্ছাই প্রাধান্য পায়। কিন্তু ভারতে যৌন অধিকারের ক্ষেত্রে নারীর অধিকারও সমানভাবে গুরুত্ব পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন সিকরি।

 

.