বৃষ্টির জেরে বন্ধ কাশ্মীরের উদ্ধারকার্য

  ব্যহত জম্মু-কাশ্মীরের উদ্ধারকার্য। রবিবার সকাল থেকেই নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধারকার্য বন্ধ রাখতে বাধ্য হয়েছে প্রশাসন। এখনও উপত্যাকায় এক লাখের ওপরে মানুষ উদ্ধারের অপেক্ষায় আটকে রয়েছে।

Updated By: Sep 14, 2014, 12:49 PM IST
বৃষ্টির জেরে বন্ধ কাশ্মীরের উদ্ধারকার্য

শ্রীনগর:  ব্যহত জম্মু-কাশ্মীরের উদ্ধারকার্য। রবিবার সকাল থেকেই নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধারকার্য বন্ধ রাখতে বাধ্য হয়েছে প্রশাসন। এখনও উপত্যাকায় এক লাখের ওপরে মানুষ উদ্ধারের অপেক্ষায় আটকে রয়েছে।

আবহাওয়া দফতরের ডেপুটি ডাইরেক্টর এস এস সিং বলেছেন, ""হালকা বৃষ্টি এটা। আজ সন্ধের মধ্যে বৃষ্টি থেকে যাবে।'' ভাড়ি বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি।

No sign of heavy rainfall but it will be a light-moderate rain, might stop by today evening: SS Singh (Deputy Dir. Met Dept) on rains in J&K

— ANI (@ANI_news) September 14, 2014

 

উত্তর কাশ্মীরে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

.