নয়া দিল্লিতে জেএনইউ-র ছাত্রনেতা উমর খালিদকে লক্ষ্য করে গুলি
যদিও গুলি উমরের গায়ে লাগেনি। নয়া দিল্লির হাই সিকিওরিটি এলাকা সংসদ মার্গে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কে গুলি চালালো তা জানতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিস।
নিজস্ব প্রতিবেদন: জেএনইউর ছাত্রনেতা উমর খালিদকে লক্ষ্য করে গুলি। দিল্লির কনস্টিটিউশন ক্লাবের বাইরে উমরকে লক্ষ্য কের গুলি চালাল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। যদিও গুলি উমরের গায়ে লাগেনি। নয়া দিল্লির হাই সিকিওরিটি এলাকা সংসদ মার্গে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কে গুলি চালালো তা জানতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিস।
Delhi: An unidentified man opened fire at JNU student Umar Khalid outside Constitution Club of India. He is unhurt. More details awaited. pic.twitter.com/ubNh4g4D80
— ANI (@ANI) August 13, 2018
খালিদের এক সহযোগী জানিয়েছেন, 'কন্সটিটিউশন ক্লাবের সামনে আমরা চা খাচ্ছিলাম। তখন সাদা শার্ট পরা এক যুবক এসে ধাক্কা দিয়ে অন্যদের সরিয়ে খালিদকে লক্ষ্য করে গুলি চালায়। এরই মধ্যে ভারসাম্য হারিয়ে পড়ে যায় খালিদ। ফলে গুলি খালিদের গায়ে লাগেনি। বাকিরা ওই যুবককে ধরার চেষ্টা করতে গেলে আকাশে গুলি ছুড়তে ছুড়তে পালায় আততায়ী। এর মধ্যে তার হাত থেকে পিছলে যায় পিস্তলটি।
ঘটনার পর খালিদ বলেন, 'দেশজোড়া এক সন্ত্রাসের পরিবেশ কায়েম হয়েছে। যাঁরাই সরকারের বিরুদ্ধে বলছেন তাঁদের ভয় দেখানো হচ্ছে।'