বেলুনে লেখা ‘আই লাভ পাকিস্তান’, কানপুরে শোরগোল

Updated By: Oct 26, 2017, 05:26 PM IST
বেলুনে লেখা ‘আই লাভ পাকিস্তান’, কানপুরে শোরগোল

সংবাদ সংস্থা : মেয়ের জন্মদিনের অনুষ্ঠানের জন্য বেলুন কিনেছিলেন এক অধ্যাপক। সেই বেলুনের গায়ে লেখা ছিল ‘আই লাভ পাকিস্তান’। তা দেখে সঙ্গে সঙ্গে বেলুন হাতে থানায় হাজির হন অজয় প্রতাপ সিং। সম্প্রতি এমনই এক ঘটনায় শোরগোল পড়ে উত্তরপ্রদেশে।

সূত্রের খবর, কানপুরের বাসিন্দা অজয় প্রতাপ সিং সম্প্রতি মেয়ের জন্মদিনের জন্য বেলুন কিনেছিলেন। বেলুন ফোলাতে গিয়ে তার গায়ে ‘আই লাভ পাকিস্তান’ লেখা চোখে পড়ে তাঁর। ইংরেজি এবং উর্দু, ওই দুই ভাষাতেই বেলুনের গায়ে ‘আই লাভ পাকিস্তান’ লেখা ছিল বলে খবর। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বেলুন নিয়ে থানায় থানায় হাজির হন।

 

ঘটনার পর পরই পুলিস ওই বেলুন বিক্রেতাকে গ্রেফতার করে। তবে বাজারে ওই বেলুন কোথা থেকে এল, সে বিষয়ে কিছু জানা নেই বলে দাবি করেছেন ওই বেলুন বিক্রেতা। ওই ঘটনার সঙ্গে কোনও জঙ্গি যোগ রয়েছে কি না, সে বিষয়েও খোঁজ শুরু করেছে পুলিস। 

প্রসঙ্গত, কানপুরের কিদওয়াই নগরের বাসিন্দা অজয় প্রতাপ সিং হিন্দুত্ব যুব বাহিনীর পরামর্শদাতা। ইচ্ছে করে তাঁর সঙ্গে কেউ ওই কাণ্ড ঘটিয়েছে কি না, সে বিষয়েও খোঁজ শুরু করেছে পুলিস।

.