কাশ্মীরে শান্তি ফেরাতে অটল বিহারী বাজপেয়ীর অসম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা হবে

কাশ্মীরে শান্তি ফেরাতে অটল বিহারী বাজপেয়ীর অসম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা করা হবে। সেই কাজ হল, কাশ্মীরের মাটি থেকেই আলোচনার মাধ্যমে শান্তির সূত্র খোঁজা। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে উপত্যকায় যাচ্ছে সর্বদল প্রতিনিধিদল।

Updated By: Aug 27, 2016, 03:05 PM IST
কাশ্মীরে শান্তি ফেরাতে অটল বিহারী বাজপেয়ীর অসম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা হবে

ওয়েব ডেস্ক: কাশ্মীরে শান্তি ফেরাতে অটল বিহারী বাজপেয়ীর অসম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা করা হবে। সেই কাজ হল, কাশ্মীরের মাটি থেকেই আলোচনার মাধ্যমে শান্তির সূত্র খোঁজা। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে উপত্যকায় যাচ্ছে সর্বদল প্রতিনিধিদল।

আরও পড়ুন 'জুলি লাভ ইউ'

তাঁরাও বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে, মানুষের ক্ষোভের কারণ বোঝার চেষ্টা করবে। আপাতত এমনই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। মোদীর সঙ্গে বৈঠকের পর দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন মেহবুবা। কাশ্মীরে বর্তমান সমস্যার জন্য পাকিস্তানের ইন্ধনকে দায়ী করেন তিনি।

আরও পড়ুন  নামেই খালি, আসলে পুরো ভর্তি!

.