কেরল সরকারের 'তেরঙা' নির্দেশিকায় বাম-আরএসএস তরজা

প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন নিয়ে নির্দেশিকা জারি করল কেরল সরকার। 

Updated By: Jan 24, 2018, 11:44 PM IST
কেরল সরকারের 'তেরঙা' নির্দেশিকায় বাম-আরএসএস তরজা

নিজস্ব প্রতিবেদন: প্রজাতন্ত্র দিবসে পতাকা তোলা নিয়ে কেরল সরকারের নির্দেশিকায় বিতর্ক তুঙ্গে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কেরলের স্কুলে পতাকা উত্তোলনের ঘোষণা করেছেন সরসঙ্ঘ চালক মোহন ভাগবত। তার আগে সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, স্কুলে পতাকা উত্তোলন করতে পারবেন  বিভাগীয় প্রধানরাই। 

পাল্লাকড়ে তিরঙা উত্তোলনের কথা আরএসএস প্রধান মোহন ভাগবতের। তার আগেই নয়া নির্দেশিকা জারি করল পিনরাই বিজয়নের সরকার। ফলে মোহন ভাগবতের ওই অনুষ্ঠান এখন বিশ বাঁও জলে। কেরল সরকারে এই নির্দেশিকার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে আরএসএস-বিজেপি। যদিও প্রশাসনের দাবি, কেন্দ্রীয় আইন মেনেই নির্দেশিকা জারি করা হয়েছে। গতবছর ১৫ অগাস্ট পালাক্কড় জেলায় একটি স্কুলে পতাকা উত্তোলন করেছিলেন মোহন ভাগবত।

আরএসএস মতাদর্শে বিশ্বাসী অধ্যাপক রাকেশ সিনহার কথায়, ''পিনরাই বিজয়নের এই নির্দেশিকা প্রজাতন্ত্র দিবসের স্বতফূর্ততার বিরোধীরা।''    

সংবিধান জাতীয় পতাকা উত্তোলনে কারও বাধা নেই। বাম সরকারের এই নির্দেশিকা মত প্রকাশের স্বাধীনতার অধিকার খণ্ডন করছে বলে দাবি বিজেপির। তাদের প্রশ্ন, এবার কোথায় গেলেন বুদ্ধিজীবীরা?     

.