নাইটহুড ভেঙ্কটরামন রামাকৃষ্ণন

নাইটহুডে সম্মানিত হলেন ভারতীয় বংশোদ্ভূত ভেঙ্কটরামন রামাকৃষ্ণন। এর আগে ২০০৯ সালে মলিকিউলার বিজ্ঞানে নোবেল পান মার্কিন নাগরিক ভেঙ্কটরমন রামাকৃষ্ণান। এবার দেশের ৫৮ বছর বয়সী বিজ্ঞানীকে দেশের সর্বোচ্চ সম্মান, নাইটহুডে সম্মানিত করল ব্রিটিশ সরকার।

Updated By: Dec 31, 2011, 12:59 PM IST

নাইটহুডে সম্মানিত হলেন ভারতীয় বংশোদ্ভূত ভেঙ্কটরামন রামাকৃষ্ণন। এর আগে ২০০৯ সালে মলিকিউলার বিজ্ঞানে নোবেল পান মার্কিন নাগরিক ভেঙ্কটরমন রামাকৃষ্ণান। এবার দেশের ৫৮ বছর বয়সী বিজ্ঞানীকে দেশের সর্বোচ্চ সম্মান, নাইটহুডে সম্মানিত করল ব্রিটিশ সরকার। বর্তমানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণারত এই নোবেলজয়ী বিজ্ঞানী।

.