পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত লালু প্রসাদ যাদব

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। সিবিআই-এর বিশেষ আদালত শনিবার এই রায় দিল।

Updated By: Dec 23, 2017, 04:17 PM IST
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত লালু প্রসাদ যাদব

নিজস্ব প্রতিবেদন : পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। সিবিআই-এর বিশেষ আদালত শনিবার এই রায় দিল। আগামী ৩ জানুয়ারি সাজা ঘোষণা করা হবে। এই মামলায় লালু সহ ১৫ জনকে দোষী সাব্যস্ত করেছে রাঁচির বিশেষ সিবিআই আদালত। সেই সঙ্গে ৭ জনকে বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হয়েছে। ৩ জানুয়ারি সাজা ঘোষণার আগে পর্যন্ত তাঁকে রাখা হবে রাঁচির জেলে।

১৯৯১ থেকে ১৯৯৪ সালের মধ্যে দেওঘরের পশুখাদ্য কেলেঙ্কারিতে রাজস্ব ক্ষতি হয় প্রায় ৮৯ লক্ষ টাকা। আর দেওঘর দুর্নীতিতে নাম জড়ায় আরজেডি প্রধানের।

এর আগে চাইবাসা মামলায় দোষী সাব্যস্ত হন লালুপ্রসাদ। তাতে তাঁকে খোয়াতে হয় সাংসদ পদ। সেইসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রেও জারি হয় নিষেধাজ্ঞা। শনিবার দেওঘর মামলার রায়দানের দিন ধার্য করা হয়। প্রশ্ন ছিল এদিনই কি দোষীসাব্যস্ত হবেন লালুপ্রসাদ? অবশেষে সেই বহু প্রতীক্ষিত রায় দিল আদালত। এদিকে সিবিআই আদালতের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাবে আরজেডি।

.